Toxic foam on the Yamuna River: এ কী! বিষাক্ত ফেনায় সাদা হয়ে গিয়েছে যমুনা! দীপাবলির আনন্দের পর ভয়ঙ্কর ছবি...দেখুন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Toxic foam on the Yamuna River: উৎসবের পর, ঘন ধোঁয়ায় মুখ ঢেকেছে রাজধানী, অনেক অংশে পুরু কুয়াশা। তার মধ্যেই সাদা ফেনায় আচ্ছন্ন হল যমুনা!
নয়াদিল্লি: দীপাবলির পরেই ভয়ঙ্কর দৃশ্য যমুনায়! বিষাক্ত সাদা ফেনায় ভরে গিয়েছে এই নদী। শুক্রবার কালিন্দী কুঞ্জের যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়। দূষণের মাত্রা অতিরিক্ত হতেই এই বিপত্তি। দেখলেই মনে হবে নদীর জলের উপরিভাগে কেউ বিছিয়ে দিয়েছে সাদা ফেনার ঘন কম্বল! সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে রেখেছে জল।
আরও পড়ুন- একমাস পরে দেখা মিলল স্ত্রীর, সঙ্গে প্রেমিক! আধা সেনা স্বামী তবু অসহায়, কেন? জানলে চমকে যাবেন
যমুনায় দূষণের মাত্রা বেড়ে যাওয়ায়, বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছেন যে ফেনার পিছনে আসল কারণ হল তাঁর দলের দুর্নীতি। তিনি বলেন, “এখন ছট পুজোর আগে রাসায়নিক ডিফোমার ছিটিয়ে দিচ্ছে… দিল্লিকে গ্যাস চেম্বার করার জন্য অরবিন্দ কেজরিওয়াল দায়ী।”
advertisement
#WATCH | Delhi | Toxic foam seen floating on the Yamuna River in Kalindi Kunj, as pollution level in the river continues to remain high.
(Drone visuals shot at 8:40 am) pic.twitter.com/ypXsvkzd12
— ANI (@ANI) November 1, 2024
advertisement
সূত্রের খবর, দীপাবলি উদযাপনের পরেই রাজধানীর অবস্থা করুণ। আলোর উত্সবের সময় আতশবাজির নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিলেন অনেকেই, সে কারণেই দিল্লি শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে তালিকার শীর্ষে রয়েছে।
advertisement
বায়ুর গুণমান বিপজ্জনক স্তরে পৌঁছেছে বলেই খবর। উৎসবের পর, ঘন ধোঁয়ায় মুখ ঢেকেছে রাজধানী, অনেক অংশে পুরু কুয়াশা। বায়ুর গুণ মানের সূচক 348-এ দাঁড়িয়েছে। স্থানীয় সরকারি আধিকারিকরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিষিদ্ধ করেছিলেন বাজি। কিন্তু জেলের হুমকি সত্ত্বেও এই ব্যবস্থা কার্যকর করতে বেগ পেতে হয়েছে।
advertisement
জানা যায়, উত্তর ভারতের খামারগুলিতে বর্জ্য পোড়ানোর কারণেও এই শীতের আগের কুয়াশা রাজধানী ঢেকে ফেলে। প্রতি বছর শীতের শুরুতে দিল্লির এই দূষণ নানা উৎস থেকে আসে বলেই দাবি বিশেষজ্ঞদের।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 03, 2024 12:30 PM IST