১২ সেকেন্ডে ভয়ঙ্কর ডাকাতি, পাঁচজন ডাকাত ধরতে পুলিশ তুলল ১৬০০ জনকে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Delhi dacoity: মাত্র ১২ সেকেন্ডে দুর্ঘর্ষ ডাকাতি। পাঁচ ডাকাত ধরতে পুলিশ যা কাণ্ড করল...
নয়াদিল্লি: পাঁচজন ডাকাত ধরতে পুলিশের হেফাজতে ১৬০০ জন। দিল্লি পুলিশের কাণ্ড শুনলে হাসবেন নাকি সমালোচনা করবেন, ভেবে পাবেন না।
মাত্র ২ লাখ টাকার ডাকাতি। তবে সেটা কোনও সিনেমার প্লটের থেকে কম নয়। ১২ সেকেন্ডের মধ্যে ডাকাতি করে চম্পট দিল ডাকাতদের দল। পাঁচজন ডাকাতকে ধরতে নেমে পুলিশ ১৬০০ জন মানুষ ও ২০০০টি গাড়ি হেফাজতে নিল। তবে এখনও সেই পাঁচজন ডাকাতকে ধরতে পারেনি দিল্লি পুলিশ।
গত শনিবার এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে। দিল্লি থেকে নয়ডার প্রগতি ময়দান টানেলে ঘটে সেই ডাকাতির ঘটনা। একজন ডেলিভারি এজেন্ট ও তাঁর সহকারী ওই গাড়িতে ছিলেন। গাড়িতে ছিল ২ লক্ষ টাকা। সেই টাকা গুরুগ্রামে পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁদের। টানেলে ঢপকতেই ডাকাতির ঘটনা ঘটে।
advertisement
advertisement
আরও পড়ুন- রোমহর্ষক রেইড, মিএমডব্লু-র পাদানি সরাতেই ১২ কেজি সোনা, উদ্ধার মোট ৮০ কেজি
মাত্র ১২ সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনা। টানেলের সিসিটিভ ফুটেজ দেখার পর পুলিশ জানতে পারে, এই ঘটনার পাঁচজন জড়িত ছিল। বাইক থেকে নেমে গাড়িতে থাকা আরোহীদের দিকে বন্দুক তাক করে ডাকাতরা। ভয়ে আর বাধা দেওয়ার সাহস করেননি ডেলিভারি এজেন্টরা।
advertisement
এর পরই দিল্লিতে নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। পুলিশ তদন্তে নেমে ১৬০০ জনকে হেফাজতে নেয়। সঙ্গে ২০০০ গাড়ি। দিল্লি পুলিশের এমন কাণ্ডে হাসাহাসি পড়ে যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 6:19 PM IST