INCOME TAX RAIDS:রোমহর্ষক রেইড, মিএমডব্লু-র পাদানি সরাতেই ১২ কেজি সোনা, এখনও পর্যন্ত উদ্ধার মোট ৮০ কেজি

Last Updated:

১৮০০ কোটি টাকা লেনদেনের নথি-ও বাজেয়াপ্ত করা হয়েছে।

কানপুর: গত ৩ দিনে বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদ, দিল্লি, লখনৌ, কানপুর-সহ একাধিক শহরে রেইড চালায় আয়কর দফতর। মেলে বিপুল অবৈধ লেনদেনের হদিশ, উদ্ধার হয় প্রচুর নগদ টাকা ও সোনা। উত্তরপ্রদেশের কানপুরের এক হেভিওয়েট স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রেইড চলাকালীন উদ্ধার হয় কেজি কেজি সোনা। বিরহানা রোড- এর রাধা মোহন পুরুষোত্তম দাস জুয়েলার্স ও ঋতু হাউজিং-এর প্রোমোটর সঞ্জীব ঝুনঝুনওয়ালার বিরুদ্ধে ছিল কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ। কয়েক কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ-ও রয়েছে। তার পরই অভিযান চালায় আয়কর দফতর।
সূত্রের খবর, তল্লাশি চলাকালীন আইটি আধিকারিকরা দেখেন বাড়ির বাইরে দাঁড় করানো রয়েছে একটি বিএমডব্লিউ গাড়ি। তখনই সন্দেহ হয়। গাড়ি খুলে কার্পেট সরাতেই চক্ষু চড়কগাছ! থরে থরে সাজানো সোনা। জানা যায়, গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে ১২ কেজি সোনা যার বাজার দর আনুমানিক ৭ কোটি।
আয়কর দফতর সূত্রে খবর, স্বর্ণ ব্যয়সায়ী সঞ্জীব ঝুনঝুনওয়ালার খোঁজে তাঁর আত্মীয় এবং পরিচিতদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। বিরহানা রোডে গয়নার শোরুম, জুয়েলার্স চৌক সরাফা, যোগ গ্যালাক্সি, কিডওয়াই নগর, পোখরপুর, মোতি বিহার-সহ মোট ১৭টি জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে এখনও পর্যন্ত মোট ৮০ কেজি সোনা, বেশ কিছু নথি এবং ৮ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি, ১৮০০ কোটি টাকা লেনদেনের নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
INCOME TAX RAIDS:রোমহর্ষক রেইড, মিএমডব্লু-র পাদানি সরাতেই ১২ কেজি সোনা, এখনও পর্যন্ত উদ্ধার মোট ৮০ কেজি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement