কানহাইয়ার হয়ে সওয়ালে কপিল সিব্বল, জামিনের শুনানি স্থগিত

Last Updated:

বুধবার পর্যন্ত কানহাইয়ার জামিন আর্জি-শুনানি স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট ৷ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া JNU বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা কানহাইয়া কুমারের জামিনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করা হয় ৷ সেই আবেদনের শুনানি ছিল মঙ্গলবার ৷ কোর্টে কানাহাইয়ার জামিনের বিরোধিতা করে পুলিশ ৷ কিন্তু মামলার কোনও স্ট্যাটাস রিপোর্ট এখনও জমা না পড়ায় কানহাইয়ার শুনানি বুধবার পর্যন্ত স্থগিত রাখল দিল্লি হাইকোর্টে ৷ মঙ্গলবার পুলিশকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট ৷ সেই রিপোর্ট মিললে বুধবার শুনানি হবে জানিয়েছে হাইকোর্ট ৷

#নয়াদিল্লি: বুধবার পর্যন্ত কানহাইয়ার জামিন আর্জি-শুনানি স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট ৷ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া JNU বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা কানহাইয়া কুমারের জামিনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করা হয় ৷ সেই আবেদনের শুনানি ছিল মঙ্গলবার ৷ কোর্টে কানাহাইয়ার জামিনের বিরোধিতা করে পুলিশ ৷ কিন্তু মামলার কোনও স্ট্যাটাস রিপোর্ট এখনও জমা না পড়ায় কানহাইয়ার শুনানি বুধবার পর্যন্ত স্থগিত রাখল দিল্লি হাইকোর্টে ৷ মঙ্গলবার পুলিশকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট ৷ সেই রিপোর্ট মিললে বুধবার শুনানি হবে জানিয়েছে হাইকোর্ট ৷
গত সপ্তাহে কানহাইয়া কুমারের জামিনের আর্জি জানানো হয় সুপ্রিমকোর্টে ৷ কিন্তু সুপ্রিম কোর্ট শুনানিতে রাজি না হয়ে দিল্লি হাইকোর্টে আপিল করার পরামর্শ দেয় ৷ সেই পরামর্শ অনুযায়ীই আপিল করা হয় দিল্লি হাইকোর্টে ৷ এদিন হাইকোর্টে কানহাইয়ার হয়ে সওয়াল করেন কপিল সিব্বল ৷ অন্যদিকে, উপরাজ্যপাল নাজিব জঙ্গের নির্দেশে বদলে গিয়েছে সরকার পক্ষের উকিল ৷ আইনজীবী রাহুল মেহেরার পরিবর্তে নিয়োগ করা হয়েছে নতুন চারজন আইনজীবীকে ৷ রাহুলের উপর দিল্লি পুলিশের আস্থা না থাকায় তাঁকে সরানোর নির্দেশ দেওয়া হয় ৷ কানহাইয়া জামিন পাবেন কি পাবেন না এই প্রশ্নের উত্তরের জন্য আরও একদিনের অপেক্ষায় গোটা দেশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কানহাইয়ার হয়ে সওয়ালে কপিল সিব্বল, জামিনের শুনানি স্থগিত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement