কৃষকদের নিয়ে টুইট করায় গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দিল্লি পুলিশ

Last Updated:

কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। সেই আন্দোলনের সমর্থনেই টুইট করেছিলেন গ্রেটা। শুধু গ্রেটা নন। আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে এই আন্দোলন। বহু ব্যক্তিত্বই এই নিয়ে কথা বলেছেন।

#নয়াদিল্লি: কৃষক আন্দোলন নিয়ে টুইট করার জন্য আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দিল্লি পুলিশ। কৃষকদের সমর্থনে কথা বলায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ধর্মের ভিত্তিতে শত্রুতা প্রচারের অভিযোগ এনেছে দিল্লি পুলিশ।
কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। সেই আন্দোলনের সমর্থনেই টুইট করেছিলেন গ্রেটা। শুধু গ্রেটা নন। আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে এই আন্দোলন। বহু ব্যক্তিত্বই এই নিয়ে কথা বলেছেন। মার্কিন পপ তারকা রিহানাও কৃষক আন্দোলন নিয়ে সম্প্রতি একটি টুইট করেন। তার পরেই ১৮ বছর বয়সি এই পরিবেশ আন্দোলনকর্মীও একই ভাবে কৃষকদের সমর্থনে টুইট করেন।
advertisement
গ্রেটা টুইট করেন, আমরা ভারতের কৃষকদের সংহতির সঙ্গে রয়েছি। বৃহস্পতিবার গ্রেটা একটি টুলকিট শেয়ার করেন যার দ্বারা আন্দোলনকারীদের সমর্থন করা যাবে বলে জানান গ্রেটা। একই রকমের একটি টুলকিট বুধবার রাতে শেয়ার করেছিলেন। যদিও সেটি ডিলিট করে দিয়েছিলেন তিনি। আজ সকালে আবার কৃষকদের সমর্থন করার জন্য একটি টুলকিট শেয়ার করেন তিনি।
advertisement
advertisement
এখানেই শেষ নয় ভারতীয় দূতাবাসের সামনে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি প্রতিবাদ জানানোর কথাও বলেছেন গ্রেটা। আন্তর্জাতিক ব্যক্তিত্বরা কৃষক আন্দোলন নিয়ে সরব হওয়ায় কড়া বার্তা দিয়ে বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্র রীতিমতো কড়া ভাষায় জানিয়েছে, বিষয়টি সম্পর্কে পুরোপুরি বোঝাপড়া তৈরি করে এবং সবকিছু যাচাই করেই মন্তব্য করা উচিত। কারণ সেলেব্রিটিদের দ্বারা চাঞ্চল্যকর সোশ্যাল মিডিয়া পোস্ট ও হ্যাশট্যাগ দিয়ে উত্তেজনা তৈরি করা মোটেই দায়িত্বপূর্ণ ও কাজ নয়। এতে ভুল বার্তা ছড়াবে।
advertisement
রীতিমতো হুঁশিয়ারির ভঙ্গিতে বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, এমন বিষয়ে মন্তব্য করার আগে আমরা সমস্তটা ভালো করে জেনে ও বুঝে নেওয়ার অনুরোধ করছি। কারণ সেলেব্রিটিরা এই ধরনের চাঞ্চল্যকর হ্যাশট্যাগ ও পোস্ট করলে সেটা ভুল বার্তা দেয় এবং যা মোটেই দায়িত্বপূর্ণ কাজ নয়।
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষকদের নিয়ে টুইট করায় গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দিল্লি পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement