১৩ জইশ-এ-মহম্মদ জঙ্গি গ্রেফতার
Last Updated:
বুধবার ১২ জন জইশ-এ-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ ধৃতদের কাছে থেকে প্রচুর পরিমাণ IED করেছে পুলিশ ৷ আপাতত ধৃতদের জেরা করছে পুলিশ ৷ মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে জঙ্গি যোগ নিয়েও জেরা করা হচ্ছে তাদের ৷
#নয়াদিল্লি: ১৩ জন জইশ-এ-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ এদের মধ্যে ৯ জন দিল্লির বাসিন্দা, চার জন উত্তরপ্রদেশের বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছে থেকে প্রচুর পরিমাণ IED উদ্ধার করেছে পুলিশ ৷ আপাতত ধৃতদের জেরা করছে পুলিশ ৷ মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে জঙ্গি যোগ নিয়েও জেরা করা হচ্ছে তাদের ৷ মঙ্গলবার রাতে ৫টি দল দিল্লি ও উ্ত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এর জেরে একাধিক জায়গায় জঙ্গিদের নাশকতার ছক বানচাল করতে সফল হয়েছে দিল্লি পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2016 10:13 AM IST