Delhi News: মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও চার মেয়ের লাশ

Last Updated:

Delhi News: মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হল বাবা ও চার মেয়ের লাশ৷

মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও চার মেয়ের লাশ
মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও চার মেয়ের লাশ
নয়াদিল্লি: দিল্লির বসন্তকুঞ্জে ভয়ঙ্কর ঘটনা। একই ঘরে পাওয়া গেল বাবা ও মেয়েদের লাশ। তদন্ত করতে গিয়ে পুলিশের অনুমান, একটো গোটা পরিবার আত্মহত্যা করেছে৷ পিছনে কোন কারণ সেটা এখনও অজানা৷
ঘটনাটি ঠিক কী? জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে হঠাৎই ফ্ল্যাটে প্রবল দুর্গন্ধ ছড়ায়৷ কোথা থেকে সেই গন্ধ আসছে প্রথমে বুঝতে পারেননি ফ্ল্যাটের বাকি সদস্যরা৷ এরপর এই পরিবার যে ঘরটিতে থাকে, সেখানে গিয়ে দরজায় বারবার ধাক্কা দিলেও কেউ দরজা খোলেনি৷ তখনই সন্দেহ হয় ফ্ল্যাটের বাসিন্দাদের৷
advertisement
advertisement
দেরি না করে তারা দ্রুত পুলিশে খবর দেয়৷ লোকাল থানা থেকে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন পুলিশ অফিসাররা৷ তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন পাঁচটি লাশ ঘরে পরে রয়েছে৷ বাবা এবং তাঁর চার মেয়ে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, কারও শরীরেই কোনও আঘাতের চিহ্ন ছিল না৷ তবে মৃতদেহগুলির পাশে তিন প্যাকেট বিষ, গ্লাস ও চামচ পাওয়া গিয়েছে৷
advertisement
কে সেই ব্যক্তি? জানা গিয়েছে বাবার নাম হীরালাল শর্মা৷ তাঁর বয়স ৪৬৷ পেশায় তিনি কাঠমিস্ত্রীর কাজ করতেন৷ তার চার মেয়ে নীতু, নিক্কি, নীরু, নীধি৷ প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৬ এর মধ্যে৷ জানা গিয়েছে, এদের মধ্যে দুজন প্রতিবন্ধী ছিল৷ পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, হীরালালের স্ত্রী কয়েক বছর আগেই মারা গিয়েছে৷ তাঁর ক্যানসার হয়েছিল৷
advertisement
কী কারণে এমন চরম সিদ্ধান্ত? ফ্ল্যাটের বাসিন্দারা মনে করছেন, প্রবল হতাশায় ভুগছিলেন হীরালাল৷ একা রোজগেরে হওয়ায় সংসার চালাতে হীমশিম খেতে হচ্ছিল তাকে৷ আর থাকতে না পেরেই হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছে সে৷
পুলিশের তরফে জানানো হয়েছে, “ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল৷ সেটা এতটাই শক্ত ছিল ধাক্কা মেরেও খোলা যাচ্ছিল না৷ ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়৷ তারপর দরজা ভেঙে ঢুকি আমরা৷ ওখানে দুটো ঘর রয়েছে৷ একটি ঘরে বাবার মৃতদেহ পাওয়া গিয়েছে, দ্বিতীয় ঘরটিতে মেয়েদের মৃতদেহ পাওয়া গিয়েছে৷”
advertisement
ফ্ল্যাটের বাকি বাসিন্দারা জানিয়েছেন, এই পরিবারকে শেষ দেখা গিয়েছে ২৪ সেপ্টেম্বর৷ পুলিশের ধারণা, সেদিন বা তার পরের দিনই ঘটনাটি ঘটেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi News: মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও চার মেয়ের লাশ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement