মা'র গলা কেটে খুন করে আত্মঘাতী যুবক! ৭৭পাতার সুইসাইড নোটে জানা গেল ভয়ঙ্কর কারণ

Last Updated:

Delhi Murder: বাথরুমে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখা যায়। তাঁর মৃতদেহ অত্যন্ত পচনশীল ছিল বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার প্রণব তায়াল

#নিউ দিল্লি: নিজের মা'কে খুন করে আত্মঘাতী হন ২৫ বছরের যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার নিউ দিল্লির রোহিনীতে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে খবরটি।
নিহতদের নাম ক্ষিতিজ ও মিথিলেশ। পুলিশ জানিয়েছে, মিথিলেশ বিধবা ছিলেন। ওই যুবক দুই-তিন দিন আগে তাঁর মাকে হত্যা করেন এবং তাঁর লাশ পাওয়া যায় বাথরুমে। রবিবার ছুরি দিয়ে ভদ্রমহিলাকে আত্মহত্যা করেন ছেলে।
রাত ৮টার দিকে পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) প্রতিবেশীরা কল করে পুলিশকে জানান, বাড়ি থেকে দুর্গন্ধ আসছে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে।
advertisement
advertisement
তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে দেখেন মূল দরজা ভিতর থেকে আটকানো। কর্মীরা বারান্দা থেকে ঘরে চোকেন। পাশেই রক্তাক্ত এক ব্যক্তির লাশ দেখতে পান। বাথরুমে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখা যায়। তাঁর মৃতদেহ অত্যন্ত পচনশীল ছিল বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার (রোহিনী) প্রণব তায়াল।
advertisement
ডিসিপি প্রণব তায়াল আরও জানান, "আমরা ঘটনাস্থলে ক্ষিতিজের লেখা প্রায় ৭৭পৃষ্ঠার একটি সুইসাইড নোটও পেয়েছি। নোটে ক্ষিতিজ স্বীকার করেছেন যে তিনি বৃহস্পতিবার তাঁর মাকে খুন করেছেন। পরে নিজের গলা কেটে মারা গেছেন। আমরা ক্রাইম টিম এবং ফরেনসিক সায়েন্স ল্যাব টিম পাঠিয়েছি। ঘটনাস্থলে। মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে”।
advertisement
সুইসাইড নোটে ক্ষিতিজ "ডিপ্রেশন" সম্পর্কে উল্লেখ করেছেন। তিনি তাঁর জীবন শেষ করতে চেয়েছিলেন কারণ তিনিও কোনও চাকরি পাচ্ছিলেন না, তিনিন সর্বোপরি বেকার ছিলেন।
পুলিশ জানিয়েছেন, এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিবারের বিষয়ে জানতে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
বাংলা খবর/ খবর/দেশ/
মা'র গলা কেটে খুন করে আত্মঘাতী যুবক! ৭৭পাতার সুইসাইড নোটে জানা গেল ভয়ঙ্কর কারণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement