বিস্ফোরণের পরেই গ্রিন লাইনের মেট্রো সুরক্ষায় আমূল পরিবর্তন... নিরাপত্তা ব্যবস্থা দেখবে RPF
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গ্রিন লাইনের মেট্রো সুরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। লাগেজ স্ক্যানিং থেকে শুরু করে প্ল্যাটফর্ম সুরক্ষায় নজরদারি চালাতো বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি সংস্থা। এবার গ্রিন লাইনে নিরাপত্তা ব্যবস্থা দেখবে RPF।
নয়াদিল্লি: বিস্ফোরণের জেরে ফের মেট্রো সুরক্ষায় আনা হল বদল। গ্রিন লাইনের মেট্রো সুরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। লাগেজ স্ক্যানিং থেকে শুরু করে প্ল্যাটফর্ম সুরক্ষায় নজরদারি চালাতো বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি সংস্থা। এবার গ্রিন লাইনে নিরাপত্তা ব্যবস্থা দেখবে RPF।
advertisement
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ হয় সম্প্রতি। লালকেল্লার কাছে গাড়িতে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে সেই সন্ধেয়। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। মৃত্যু হয়েছে অন্তত আট জনের। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়। শুধু দিল্লি নয়, মুম্বই, কেরল এবং লখনউতেও কড়া নিরাপত্তা জারি।
advertisement
পাশাপাশি নিয়ে আসা হয়েছে RPSF-এর বিশেষ বাহিনীকে। মোট চার কোম্পানি RPSF আনা হয়।
এছাড়া AI বেসড সিসি ক্যামেরা বসানো হয় ৫৭ স্টেশনে। পাশাপাশি ব্লু লাইনেও সুরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ করা হচ্ছে। রেল বোর্ড নয়া নির্দেশিকা পাঠিয়েছে ইতিমধ্যে। দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের পর থেকেই তদন্তকারীদের নজরে হরিয়ানার আল ফালাহ্ ইউনিভার্সিটি। মঙ্গলবার দিল্লি-এনসিআর জুড়ে ২৫টি স্থানে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফরিদাবাদ এবং দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত তিন চিকিৎসকের সঙ্গে জড়িয়ে রয়েছে আল ফালাহ্ ইউনিভার্সিটির নাম৷ উপরন্তু বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়েও উঠেছে প্রশ্ন৷ এবার আল-ফালাহ ইউনিভার্সিটির আর্থিক দিক নিয়ে তদন্ত শুরু করেছে ইডি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 2:46 PM IST

