আজেবাজে 'রিলস' বানায় স্ত্রী! রাগে তাঁকে খুনই করে ফেলল স্বামী! দিল্লির বুকে হাড়হিম ঘটনা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আমন। বয়স ৩৫ বছর। স্ত্রী এবং দুই নাবালক সন্তানকে নিয়ে তাঁর সংসার। বড় ছেলের বয়স নয় বছর, ছোট ছেলের বয়স পাঁচ বছর। আমন পেশায় ই-রিকশা চালক। আদতে তাঁরা উত্তরপ্রদেশের পীলভিটের বাসিন্দা। পেশার জন্যেই দিল্লিতে এসে বসবাস করছেন কয়েক বছর।
নয়াদিল্লি: সবসময়েই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন স্ত্রী। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ‘রিল্স’ বানাতেন আর পোস্ট করতেন। লাইক, শেয়ার, এইসব নিয়েই মজে থাকতেন। তাতেই শুরু হয় স্বামীর আপত্তি। তা নিয়েই দেখা দেয় ঝগড়া। আর সেই ঝগড়া করতে করতে রাগে স্ত্রীকে খুনই করে ফেললেন যুবক। তার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লির নজফগড় এলাকায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আমন। বয়স ৩৫ বছর। স্ত্রী এবং দুই নাবালক সন্তানকে নিয়ে তাঁর সংসার। বড় ছেলের বয়স নয় বছর, ছোট ছেলের বয়স পাঁচ বছর। আমন পেশায় ই-রিকশা চালক। আদতে তাঁরা উত্তরপ্রদেশের পীলভিটের বাসিন্দা। পেশার জন্যেই দিল্লিতে এসে বসবাস করছেন কয়েক বছর।
গত কয়েক দিন ধরে স্ত্রীর সঙ্গে জোর অশান্তি চলছিল আমনের। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ঝগড়ার সময় স্ত্রীকে খুন করেন ওই যুবক। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা জড়ো হয়েছিলেন। তাঁরাই খবর দেন পুলিশে। তার পর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। গ্রেফতার হন স্বামী। প্রাথমিক তদন্তের পর এক পুলিশকর্তা বলেন, ‘‘সমাজমাধ্যমে স্ত্রীর সক্রিয়তা অপছন্দ ছিল অভিযুক্তের। ধৃত জানিয়েছেন, স্ত্রী সর্বদা ফোন ঘাঁটতেন। নানা রকম অশ্লীল ভিডিয়ো বানিয়ে পোস্ট করতেন। এগুলো তিনি সহ্য করতে পারেননি।’’ এই প্রসঙ্গে ওই পুলিশ আধিকারিক আরও জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর বচসা হয়। একসময়ে স্ত্রীর গলা টিপে খুন করেন আমন। তার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যান। তবে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে পড়ায় সেটা সম্ভব হয়নি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 9:44 PM IST