Delhi HC: দিল্লির রাস্তায় মিলল প্রচুর ৫০০ টাকার পোড়া নোট! কিছু দূরেই যার বাড়ি, 'সব' বুঝে গেল সকলে! কার বাড়ি জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Delhi HC: নতুন করে পোড়া নোটের টুকরো মেলায় ফের আলোড়ন পড়ে গিয়েছে।
নয়াদিল্লি: ফের বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার। এবার তাঁর বাসভবনের খানিক দূরেই কিছু পোড়া ভারতীয় রুপি পাওয়া গিয়েছে। এমনিতেই তার সরকারি বাসভবনে আগুন লাগার পরে প্রচুর পরিমাণে নগদ টাকা পাওয়া যাওয়ার কারণে সুপ্রিম কোর্টের কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।
সেই বিতর্ক যখন তুঙ্গে, তখনই এবার পোড়া টাকার হদিশ মিলল সেই বিচারপতির বাড়ির অদূরেই। ইন্দরজিৎ নামে একজন সাফাইকর্মী বলেন, “আমরা এই এলাকায় কাজ করি। আমরা রাস্তা থেকে আবর্জনা সংগ্রহ করি। আমরা চার থেকে পাঁচ দিন আগে এখানে পরিষ্কার করছিলাম এবং আবর্জনা সংগ্রহ করছিলাম, যখন আমরা কিছু পোড়া ৫০০ টাকার নোটের ছোট টুকরো খুঁজে পাই। আমরা জানি না কোথায় আগুন লেগেছিল। আমরা শুধু আবর্জনা সংগ্রহ করেছিলাম।”
advertisement
advertisement
নতুন করে পোড়া নোটের টুকরো মেলায় ফের আলোড়ন পড়ে গিয়েছে। যদিও ওই বিচারপতি দাবি করেছিলেন, যে ঘর থেকে নগদ পাওয়া গিয়েছে, সেই ঘরটি তাঁর প্রধান বাসভবন থেকে বিচ্ছিন্ন। এমনকী সেই ঘর অনেকেই ব্যবহার করত বলে দাবি তাঁর। এমনও দাবি, গত ১৪ মার্চ ওই বিচারপতির দিল্লির সরকারি বাসভবনের কর্মচারী কোয়ার্টারের কাছে স্টোররুমে আগুন লেগেছিল। পরিবারের সকল সদস্যকে বাইরে যেতে বলা হয়েছিল। আগুন নিভে যাওয়ার পরে, তারা ঘরে ফিরে আসে, কিন্তু কোনও নগদ পাওয়া যায়নি।
advertisement
দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে “ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ” থেকে তাকে মুক্ত করার আবেদন জানিয়ে, বিচারপতি বর্মা জোর দিয়ে বলেন, একজন বিচারকের জীবনে তাদের সুনাম এবং চরিত্রের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। এর আগে গত শনিবার, ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বর্মার বিরুদ্ধে নগদ উদ্ধারের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। পরে সুপ্রিম কোর্ট, এক নজিরবিহীন পদক্ষেপে, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে আগুন নিয়ন্ত্রণ অভিযানের সময় উদ্ধার করা পোড়া নোটের বস্তাগুলির ভিডিও এবং ফটো প্রকাশ্যে আনে।
advertisement
গত ১৪ মার্চ বিচারপতি বর্মার বাসভবনে আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন না। আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রচুর পরিমাণে নগদ উদ্ধার করা হয়েছিল, যা নিয়ে তুঙ্গে ওঠে শোরগোল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2025 2:59 PM IST