BIG BREAKING: কানহাইয়াকে নিয়ে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল দিল্লি সরকার

Last Updated:

২০১৬ সালে জেএনইউ-এর একটি অনুষ্ঠানে দেশ বিরোধী স্লোগান তোলার অপরাধে তৎকালীন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা হয়েছিল আদালতে

#নয়া দিল্লি: ২০১৬ দেশদ্রোহীতার মামলায় কানহাইয়া কুমারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিল দিল্লির কেজরিওয়াল সরকার৷ দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি নিয়ে নানারকম টালবাহনা চলছিল৷ নতুন করে ক্ষমতায় আসার পরেই এই মামলার শুনানির ফাইল ছেড়ে দিল দিল্লির সরকার৷ এর ফলে চার্জশিট দেওয়ার পরবর্তীতে আদালতে শুনানি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে দিল্লি পুলিশ৷
২০১৬ সালে জেএনইউ-এর একটি অনুষ্ঠানে দেশ বিরোধী স্লোগান তোলার অপরাধে তৎকালীন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা হয়েছিল আদালতে৷ অনেকেই অভিযোগ করে বলেছিলেন, জেএনইউয়ে পাকিস্তানের সমর্থনে স্লোগান তোলা হয়েছিল৷
প্রশাসনিক রেকর্ড অনুসারে, গত জানুয়ারি মাসের ১৪ তারিখে চার্জশিট জমা দেওয়ার দু’ঘণ্টা আগে বিচার প্রক্রিয়া চালানোর অনুমতি চেয়ে দিল্লি সরকারের কাছে আবেদন করেছিল দিল্লি পুলিশ৷ সেই অনুমতির অভাবে চার্জশিট নিয়ে আর এগতে দিচ্ছিল না আদালত৷
advertisement
advertisement
মূল অভিযোগ ছিল, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জেএনইউয়ে একটি দেশ বিরোধী মিছিল আয়োজন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন কানহাইয়া কুমার৷ সেখান থেকেই দেশ বিরোধী স্লোগান তোলা হয়েছিল৷ যদিও, ঘটনার পর পাঁচ বছর কেটে গেলেও মামলা নিয়ে বিশেষ এগতে পারেনি স্বরাষ্টমন্ত্রক৷ অভিযোগের তালিকায় নাম জড়িয়েছিল অন্য দুই ছাত্র গবেষক উমর খলিদ ও অনির্বাণ ভট্টাচার্য্যেরও৷ বলা হয়েছিল, পার্লামেন্ট হামলার সঙ্গে যুক্ত আফজল গুরুর সমর্থনে স্লোগান দেওয়া হয়েছিল জেএনইউয়ে৷ তারপর অবশ্য এই মামলায় অনেক জল গড়িয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BIG BREAKING: কানহাইয়াকে নিয়ে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল দিল্লি সরকার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement