ক্যাব পরিষেবায় সার্জ প্রাইসিং নিষিদ্ধ করল দিল্লি সরকার

Last Updated:

ইচ্ছাকৃতভাবে ট্যাক্সিভাড়া বাড়ালে অ্যাপস নির্ভর ক্যাব পরিযেবা বাড়িল করে দেওয়া হবে রাজধানীতে ৷ বুধবার এমনটাই জানালেন দিল্লির পরিবহন মন্ত্রী গোপাল রাই ৷ সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমরা অ্যাপস নির্ভর ক্যাব পরিষেবার বিরুদ্ধে নয় ৷ কিন্তু দিনে দুপুরে ইচ্ছেকৃত ভাবে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া চাওয়া আমরা কোনওভাবে মেনে নেব না ৷ কর্ণাটকের মতো আমরাও এবার নতুন নিয়ম লাগু করে সার্জ প্রাইসিং’ বাতিল করে দেব ৷ তিনি আরও জানান, দিল্লির জোড়-বিজোড় ফর্মুলার আওতায় পড়ে না ক্যাব পরিষেবা ৷ জানা গিয়েছে, অনেক জায়গায় অটো চালকরাও বেশি ভাড়া চাইছে অটো চালকরা ৷ এই বিষয় রাই জানান, ‘আমারা কাউকে রেহাই দেব না ৷ সবার বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া হবে ৷’

#নয়াদিল্লি: ইচ্ছাকৃতভাবে ট্যাক্সিভাড়া বাড়ালে অ্যাপস নির্ভর ক্যাব পরিষেবা নিষিদ্ধ করে দেওয়া হবে রাজধানীতে ৷ বুধবার এমনটাই জানালেন দিল্লির পরিবহন মন্ত্রী গোপাল রাই ৷ সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমরা অ্যাপস নির্ভর ক্যাব পরিষেবার বিরুদ্ধে নয় ৷ কিন্তু দিনে দুপুরে ইচ্ছেকৃত ভাবে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া চাওয়া আমরা কোনওভাবে মেনে নেব না ৷’ কর্ণাটকের মতো আমরাও এবার নতুন নিয়ম লাগু করে সার্জ প্রাইসিং বাতিল করে দেব ৷ তিনি আরও জানান, দিল্লির জোড়-বিজোড় ফর্মুলার আওতায় পড়ে না ক্যাব পরিষেবা ৷ জানা গিয়েছে, অনেক জায়গায় বেশি ভাড়া চাইছে অটো চালকরাও ৷ এই বিষয় রাই জানান, ‘আমারা কাউকে রেহাই দেব না ৷ সবার বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া হবে ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ক্যাব পরিষেবায় সার্জ প্রাইসিং নিষিদ্ধ করল দিল্লি সরকার
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement