Delhi News: নেটমাধ্যমে বন্ধুর বোনের অশ্লীল ছবি শেয়ার! আজব কায়দায় অপরাধ করল দিল্লির এই যুবতী
- Published by:Anulekha Kar
Last Updated:
রাজধানীতে তাজ্জবজনক ঘটনা।
নয়াদিল্লি: রাজধানীতে তাজ্জবজনক ঘটনা। নকল ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে বন্ধু ও তাঁর বোনের অশ্লীল ছবি শেয়ার করল এক যুবতী। মূলত প্রতিশোধ নিতেই যুবতী এই কাজ করেছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, প্রথমে একটি নকল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বানায় অভিযুক্ত। সেই অ্যাকাউন্টে বন্ধু ও তাঁর বোনের একটি ছবিকে প্রোফাইল পিকচার বানানো হয়। এর পর ওই ভুয়ো ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বন্ধু ও তাঁর পরিবারের বিভিন্ন সদস্যের অশ্লীল ছবি শেয়ার করে ওই অভিযুক্ত। ঘটনাটি জানতে পেরে উত্তর দিল্লির সাইবার থানায় অভিযোগ জানানো হয়।
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক! ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পিতা ও ভাইয়ের উপর, গুরুগ্রামের ঘটনায় তাজ্জব দেশ
advertisement
অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন এবং সিম কার্ড সহ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে ওই বন্ধুটির দীর্ঘদিন সম্পর্ক ছিল। কিন্তু কোনও কারণে সেই বন্ধুত্ব ভেঙে যায়।এর পরে তাকে বন্ধুর সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলে বন্ধুর বোন। কোনও ফোন বা ম্যাসাজ যাতে না করেন ওই যুবতী সেই বিষয়েও তাকে হুমকি দেওয়া হয়।যার দরুণ প্রতিশোধ নিতেই এমন পদক্ষেপ নেয় ওই ১৭ বছরের যুবতী বলে জানা গিয়েছে। যুবতীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 5:13 PM IST