#নয়াদিল্লি: ফের ঝাড়ু ঝড়ে সাফ পদ্ম ৷ ৫০-এরও বেশি আসন নিয়ে ফের রাজধানীতে ক্ষমতায় ফিরতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ ৷ সমস্ত বুথ ফেরত সমীক্ষাতে স্পষ্ট রাজধানীতে ফের ঝাড়ু ঝড় ৷ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ India today- Axis বুথ ফেরত সমীক্ষা বলছে ৫৯ থেকে ৬৪টি আসন নিয়ে রাজধানীর মসনদে ফিরছে কেজরিওয়ালের আপ ৷দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরছে আপ, জানাচ্ছে বুথ ফেরত সমীক্ষাগুলি ৷ অনেক পিছিয়ে ভোট দখলের লড়াইয়ে দ্বিতীয় বিজেপি ৷ আপ-বিজেপির লড়াইয়ের মাঝে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। ২০১৫ বিধানসভা ভোটে ৭০ মধ্যে ৬৭ আসন পায় আপ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aam Aadmi Party, AAP, Assembly Election Exit Poll Results, Assembly election survey, Bharatiya Janata Party, BJP, Delhi Exit Poll Result, Delhi Exit Poll Result 2020, Delhi Exit Poll Results, Election Exit Poll Results, Exit Poll Result 2020, INC, Indian National Congress