Delhi Elections 2020: দিল্লিতে যোগী আদিত্যনাথের প্রচার ব্যান করুক কমিশন, দাবি তুলল আপ

Last Updated:

আম আদমি পার্টির অভিযোগ, যোগী আদিত্যনাথ নিয়ম করে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন৷ দিল্লিতে তাঁর প্রচার ব্যান করুক নির্বাচন কমিশন৷

#নয়াদিল্লি: একের পর এক হিংসাত্মক ঘটনা৷ গুলি চলছে নির্বিচারে৷ সিএএ-এনআরসি-র বিপক্ষে চলছে আন্দোলন৷ এ হেন পরিস্থিতিতে দিল্লিতে ভোটের আবহ৷ উস্কানিমূলক মন্তব্যের জন্য ইতিমধ্যেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ও আরেক সাংসদ কপিল মিশ্রের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন৷ এ বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচারে নিষেধাজ্ঞার দাবি তুলল আম আদমি পার্টি৷
আম আদমি পার্টির অভিযোগ, যোগী আদিত্যনাথ নিয়ম করে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন৷ দিল্লিতে তাঁর প্রচার ব্যান করুক নির্বাচন কমিশন৷ আপ নেতা সঞ্জয় সিংয়ের কথায়, 'যোগী আদিত্যনাথের বিরুদ্ধে এফআইআর করা দরকার৷ কমিশনের সঙ্গে আপ দেখা করতে চেয়েছে৷ কিন্তু ৪৮ ঘণ্টা কেট গেলেও কমিশন আমাদের সময় দিচ্ছে না৷ এ বার আমরা নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্নায় বসব৷'
advertisement
যোগী বদরপুরে জনসভায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, 'শাহিনবাগের বিক্ষোভ আসলে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, রাম মন্দির নিয়ে আদালতের রায় ও তিন তালাক নিষিদ্ধের বিরুদ্ধে একটি অজুহাত৷ আমরা ওদের সমস্যা বুঝতে পারছি৷' প্রসঙ্গত, যোগী তিন তালাক নিষিদ্ধকে শাহিনবাগের বিক্ষোভের অন্যতম কারণ দাবি করলেও, শাহিনবাগে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা বেশির ভাগই মহিলা৷
advertisement
আজ অর্থাত্‍ সোমবার দিল্লিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মোদি-শাহ ছাড়াও জনসভা করবেন যোগী আদিত্যনাথ ও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷
advertisement
দ্বারকায় রোড-শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Elections 2020: দিল্লিতে যোগী আদিত্যনাথের প্রচার ব্যান করুক কমিশন, দাবি তুলল আপ
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement