দিল্লির ফলাফল NRC-CAA বিরোধী ফল নয়: অমিত শাহ

Last Updated:

ফল বেরনোর প্রায় ৪৮ ঘণ্টা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিজেপির চাণক্য অমিত শাহ ৷

#নয়াদিল্লি: দিল্লি নির্বাচনে ভরাডুবি পদ্মের ৷ ফল বেরনোর প্রায় ৪৮ ঘণ্টা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিজেপির চাণক্য অমিত শাহ ৷ মাথা পেতে স্বীকার করে নিলেন জনতার রায় ৷ কিন্তু একইসঙ্গে জানালেন, দিল্লির এই ফল মোটেও NRC এবং নাগরিকত্ব আইন বিরোধী ফল নয় ৷
দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে মাত্র ৮ আসনে জিতেছে বিজেপি ৷ কেজরিওয়াল ম্যাজিকের সামনে দাঁড়াবার কোনও জায়গাই পায়নি গেরুয়া শিবির ৷ ভোটের আগে নিজে ময়দানে নেমে প্রচার চালানোর পর ৪৫ আসন জেতার দাবি করলেও ফল বেরনোর পর থেকে এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ বৃহস্পতিবার একটি সর্বভারতীয় বৈদুতিন মাধ্যমের অনুষ্ঠানে এসে বিজেপির প্রাক্তন অধ্যক্ষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি হারের কারণ হিসেবে দলের ভুল রণকৌশলকেই দায়ী করলেন ৷ অমিত শাহ এদিন বলেন, 'গুলি মারো' মন্তব্য করা উচিত হয়নি৷ এই ধরনের মন্তব্য দলের জন্য খারাপ ফল ডেকে এনেছে ৷ যদিও তিনি মানতে নারাজ নাগরিকত্ব আইনের কোনও প্রভাব এই ফলে পড়েছে ৷ তাঁর মতে, এই ভোট দিল্লির ইস্যু নিয়ে ছিল ৷ অন্যদিকে, নাগরিকত্ব আইন ও NRC ইস্যুতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই নরেন্দ্র মোদিকে সমর্থন করেছেন ৷ অর্থাৎ নাগরিকত্ব আইন ও NRC নীতি নিয়ে পিছপা হতে নারাজ কেন্দ্র ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা ভোটে একের পর এক রাজ্যে গেরুয়া শিবিরের হার সত্ত্বেও কেন্দ্র CAA-NRC চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লির ফলাফল NRC-CAA বিরোধী ফল নয়: অমিত শাহ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement