Delhi Election 2025: ভোট দিলেই খাবারে ৫০ শতাংশ ছাড়! সুইগির দারুণ অফার, কারা পাচ্ছেন এই সুবিধা?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Delhi Election 2025: ভোটারদের উৎসাহ জোগাতে নতুন সুবিধা দিচ্ছে সুইগি । এবার ভোট দিলেই আপনি পাবেন ৫০ শতাংশ খাবারে ছাড়। তবে সেই ক্ষেত্রে আঙুলে কালি দেখেই ছাড় দেবে সুইগি। দিল্লির প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইও) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই অফার সম্পর্কে তথ্য শেয়ার করেছেন।
নয়াদিল্লিঃ ভোটারদের উৎসাহ জোগাতে নতুন সুবিধা দিচ্ছে সুইগি । এবার ভোট দিলেই আপনি পাবেন ৫০ শতাংশ খাবারে ছাড়। তবে সেই ক্ষেত্রে আঙুলে কালি দেখেই ছাড় দেবে সুইগি। দিল্লির প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইও) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই অফার সম্পর্কে তথ্য শেয়ার করেছেন।
दिल्ली कर रही है दिल से वोट… 5 फरवरी 2025 को! 🗳️📷 ये मौका है दिल्लीवासियों का अपनी आवाज़ उठाने और लोकतंत्र में अपनी भागीदारी निभाने का। वोट डालना सिर्फ एक अधिकार नहीं, बल्कि कर्तव्य भी है। 📷 #DelhiElections #DelhiElection2025 @Swiggy @SwiggyCares pic.twitter.com/yZuRSvqHlf
— CEO, Delhi Office (@CeodelhiOffice) February 5, 2025
advertisement
advertisement
আজ বুধবার দিল্লিতে শুরু ভোটগ্রহণ পর্ব। ৭০ বিধানসভা আসনে প্রার্থী বাছাইয়ের জন্য আজ ভোটদান করতে চলেছেন ১.৫৫ লক্ষেরও বেশি দিল্লিবাসী। বিধানসভার ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৯৯ জন প্রার্থী। ১৩৭৬৬ টি বুথে চলছে ভোটগ্রহণ। আঁটসাঁট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লি। ফলপ্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি।
আরও পড়ুনঃ খরচ হবে না ১ টাকাও…! ৭দিনে শরীর থেকে উপড়ে ফেলবে ডায়াবেটিস, রোজ খান এই খাবার, তরতরিয়ে নামবে সুগার লেভেল!
৪২০০০ দিল্লি পুলিশ, ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং উত্তরপ্রদেশ, দিল্লি রাজস্থানের ১৯০০০ হোম গার্ড বুথের দায়িত্বে রয়েছেন। রাজধানীতে আম আদমি পার্টির (আপ) আধিপত্য বজায় থাকবে নাকি প্রায় তিন দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি নাকি কংগ্রেস কোনও চমক দেবে? সেটা নির্ধারণ হবে আজ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 4:28 PM IST