গভীর নিদ্রায় তখন শহরবাসী, আচমকাই কাঁপতে শুরু করল বিল্ডিং ! দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা

Last Updated:

Delhi-NCR Earthquake: মনে হল যেন, মাটির নীচ দিয়ে হেঁটে চলেছে কোনও দানব! কম্পনের তীব্রতা বুঝে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন দিল্লির মানুষ। সকলের চোখেমুখে আতঙ্ক।

দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা
দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা
অঞ্জলি সিং রাজপুত, নয়াদিল্লি: ঘড়ির কাঁটায় ৫টা ৩৬ মিনিট। ভোরের আলো ফুটলেও তখনও ঘুম ভাঙেনি রাজধানীর। আচমকা কেঁপে উঠল মাটি। মনে হল যেন, মাটির নিচ দিয়ে হেঁটে চলেছে কোনও দানব! সোমবার ভোরে ভালমতোই কেঁপে ওঠে দিল্লি-এনসিআর। আচমকাই কম্পন অনুভূত হয় এবং বাসিন্দারা অনুভব করেন যেন পুরো বিল্ডিং দোলাচ্ছে। আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁরা রাস্তায় নেমে আসেন এবং কয়েক ঘণ্টা এভাবেই আতঙ্কিত অবস্থায় কাটে প্রত্যেকের।
কম্পনের তীব্রতা বুঝে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন দিল্লির মানুষ। সকলের চোখেমুখে তখন আতঙ্ক। পরে জানা গেল, ভূমিকম্প হয়েছে। তবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাত্র ৪। কেন ৪ মাত্রায় এত কম্পন? এই প্রশ্ন ঘুরছে এখন সর্বত্রই। সোমবার ভোরের অভিজ্ঞতা সকলে নিজের মতো করে বর্ণনা করছেন। অনেকেই একটি বিষয়ে একমত যে তাঁরা ভেবেছিলেন এই কম্পনের মাত্রা অন্তত ৬ বা তার বেশি হবে।
advertisement
advertisement
পরিস্থিতি এমন ছিল যে দিল্লির কিছু বাড়িতে ফাটলও দেখা দিয়েছে। এদিন ভোর ৫টা ৩৬ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে পুরো বিল্ডিং কেঁপে উঠল। পাখা কাঁপতে থাকে এবং ঘরে রাখা বাসনপত্র সবই কাঁপতে শুরু করে। 
advertisement
প্রদীপ শ্রীবাস্তব নামে এক ব্যক্তি জানান, ‘‘তিনি সকালে ঘুম থেকে উঠে জল খাচ্ছিলেন। সেই সময় পুরো বিল্ডিং তাঁদের কাঁপতে শুরু করে। তিনি প্রথমে বুঝতে পারেননি, কিন্তু যখন কয়েক সেকেন্ডের জন্য বিল্ডিং কাঁপতে থাকে, তখন তিনি বুঝতে পারেন যে এটি ভূমিকম্প ছাড়া আর কিছু নয়। তিনি তাঁর স্ত্রী এবং সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি বিল্ডিংয়ের নীচে নেমে আসেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গভীর নিদ্রায় তখন শহরবাসী, আচমকাই কাঁপতে শুরু করল বিল্ডিং ! দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement