Delhi Liquor Policy Case: আবগারি দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

Last Updated:

শেষে গত ১৯ ফেব্রুয়ারি তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। কিন্তু, বাজেটের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়ান মণীশ। তার পরেই আজ ফের তলব।

নয়াদিল্লি: দিনভর নাটকের পরে অবশেষে যবনিকা পতন। টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লি উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আবগারি দুর্নীতি মামলায় রবিবার তাঁকে তলব করেছিল সিবিআই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে, আজ যে তাঁকে গ্রেফতার করা হতে পারে, তা আগে থেকেই আন্দাজ করেছিলেন মণীশ। এদিন সকাল সকালই তিনি রাজঘাটে পৌঁছে যান। সেখানে আম আদমি পার্টির একাধিক নেতা কর্মীদের সামনে ছোট্ট কিন্তু আবেগপূর্ণ বক্তৃতা দেন। বলেন, "আমি জেল-কে ভয় পাই না। আসলে বিজেপি আমাদের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে ভয় পেয়েছে।" তারপরে, সিবিআই অফিসে যাওয়ার আগে নিজের বৃদ্ধা মায়ের সঙ্গেও সময় কাটান মণীশ।
advertisement
আরও পড়ুন: ভুল পকেটে ফোন রাখেন? হারাতে পারেন প্রজনন ক্ষমতা, জেনে নিন কোন পকেটে রাখা উচিত ফোন
মণীশকে জিজ্ঞাসাবাদ করা শুরু হতেই উত্তপ্ত হতে শুরু করে দিল্লির পরিস্থিতি। বিভিন্ন জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন আম আদমি পার্টির নেতাকর্মীরা। চলতে থাকে মোদি-শাহের বিরুদ্ধে স্লোগান। বিক্ষোভের ঘটনায় কমপক্ষে ৫০ জনকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ দিল্লিতে জারি হয় ১৪৪ ধারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সিবিআইয়ের সদর দফতরের বাইরেও মোতায়েন করা হয় বাহিনী।
advertisement
advertisement
গত বছরের অগাস্ট মাসে দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে মণীশ সিসোদিয়া-সহ ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। গত ১৭ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য সিসোদিয়াকে তলবও করা হয়। এছাড়াও তল্লাশি চালানো হয় তাঁর বাড়ি এবং ব্য়াঙ্ক অ্যাকাউন্টে। শেষে গত বছরের নভেম্বরে এই ঘটনায় প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই। কিন্তু, সেই চার্জশিটে মণীশ সিসোদিয়ার নাম ছিল না।
advertisement
এর মধ্যেই গত ১৯ ফেব্রুয়ারি তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কিন্তু, বাজেটের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়ান মণীশ। তার পরেই আজ ফের তলব।
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
আপ-এর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সিবিআই-কে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পরে কেজরীর ট্যুইট, "ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন মণীশ। দিল্লির লক্ষ লক্ষ শিশু ও তাদের অভিভাবকদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। যখন দেশ এবং সমাজের খাতিরে কাউকে জেলে যেতে হয়, তখন তা অভিশাপ নয়, তখন তা সম্মানের। ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়িই তুমি জেল থেকে মুক্তি পাও। দিল্লির বাচ্চারা তোমার জন্য অপেক্ষা করবে।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Liquor Policy Case: আবগারি দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement