দিল্লির মুখ্যমন্ত্রীকে সপাটে চড় ! নিজের বাড়িতেই আক্রান্ত রেখা গুপ্তা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Delhi CM Rekha Gupta Attacked: জানা গিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন সুনবাই’ অর্থাৎ জনতার অভাব অভিযোগ শোনার সেশন। সে সময়েই ঘটে এই ঘটনা।
নয়াদিল্লি: ভয়াবহ ঘটনা রাজধানীতে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজের বাড়িতেই আক্রান্ত হলেন ৷ বুধবার সাতসকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
সংবাদমাধ্যমের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর উদ্দেশে এদিন ছোড়া হয় পাথরও। দিল্লি পুলিশ সূত্রে খবর, রেখা গুপ্তাকে থাপ্পড়ও মারেন অভিযুক্ত। তাঁকে শারীরিক আঘাত করারও চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
advertisement
জানা গিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন সুনওয়াই’ অর্থাৎ জনতার অভাব-অভিযোগ শোনার সেশন। ঠিক তখনই এই ঘটনা ঘটে ৷
advertisement
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জন শুনানি’ চলাকালীন ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, হঠাৎ এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। অভিযোগ, এর পরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করে দেন। রেখাকে সপাটে চড়ও মারেন ওই যুবক। এর পরেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
advertisement
ঘটনার নিন্দা করেছে কংগ্রেসও। একইসঙ্গে দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছে। তাদের প্রশ্ন, দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হল, তাহলে দিল্লিতে সাধারণ মহিলারা কতটা নিরাপদ?
এদিকে, হামলার পর জনশুনানিতে আসা সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হামলাকারী যুবক একাই এসেছিলেন নাকি কারও সঙ্গে এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
August 20, 2025 9:50 AM IST