OMG! সরকারি ক্যান্সার হাসপাতালে ডাক্তারের শরীরে করোনা পজিটিভ!
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ওই ক্যান্সার হাসপাতালে ওপিডি, ল্যাব-সহ বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পূর্ণ বন্ধ করা হয়েছে৷ শুরু করা হয়েছে স্যানিটাইজেশনের কাজ৷ হাসপাতালের সব কর্মীদেরও কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে৷
#নয়াদিল্লি: মঙ্গলবারই দিল্লির একটি মহল্লা ক্লিনিকে একটি চিকিত্সকের শরীরে ধরা পড়ে করোনা৷ এ বার একেবারে ক্যান্সার হাসপাতালের ডাক্তারের করোনা পজিটিভ৷ অবস্থা এতটাই শোচনীয় যে, বন্ধ করে দেওয়া হল ওই সরকারি ক্যান্সার হাসপাতাল৷
Delhi: A doctor working at a Delhi government hospital has tested positive for #COVID19.
— ANI (@ANI) April 1, 2020
advertisement
জানা গিয়েছে, দিল্লির স্টেট ক্যান্সার ইন্সস্টিটিউটের এক ডাক্তারের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস৷ সঙ্গে সঙ্গে ওই ক্যান্সার হাসপাতালে ওপিডি, ল্যাব-সহ বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পূর্ণ বন্ধ করা হয়েছে৷ শুরু করা হয়েছে স্যানিটাইজেশনের কাজ৷ হাসপাতালের সব কর্মীদেরও কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
#WATCH Pakistan: Members of Hindu&Christian communities say they are denied ration by authorities, in Sindh province. A Hindu local says,"Authorities are not helping us during lockdown, ration is also not being provided to us because we are part of a minority community." #COVID19 pic.twitter.com/ASawThS9XI
— ANI (@ANI) April 1, 2020
advertisement
মঙ্গলবার দিল্লির একটি মহল্লা ক্লিনিকে ডাক্তারের শরীরে ধরা পড়ে করোনা৷ এই ক্লিনিকটি দিল্লির জনতা মজদুর কলোনিতে৷ ১২ থেকে ২০ মার্চ পর্যন্ত ওই ডাক্তারের কাছে যতজন ভিজিট করেছে, সবাইকে চিহ্নিত করে ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷
ইতিমধ্যেই মেক্সিকোতে বহু ডাক্তারের শরীরে করোনা পাওয়া গিয়েছে৷ এঁরা প্রত্যেকেই করোনা আক্রান্তদের চিকিত্সা করছিলেন৷ এদিকে চিনে নতুন করে ফিরেছে করোনা৷ মঙ্গলবারেই একধাক্কায় ৩৬টি নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ এই মুহূর্তে চিনে ৮০৬ জনের শরীরে করোনা পজিটিভ৷ ১৩৬৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2020 12:41 PM IST