Delhi School Fee Regulation Bill: ইচ্ছে খুশি মতো আর বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নয়, বড় পদক্ষেপ দিল্লি সরকারের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সম্প্রতি দিল্লির ডিরেক্টোরেট অফ এডুকেশন অফিসের বাইরে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে দেখান অভিভাবকরা৷
বেসরকারি স্কুলের লাগামছাড়া মাইনে নিয়ে দেশ জুড়েই দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে৷ সন্তানকে ভাল মানের স্কুলে পড়ানোর খরচ জোগাতে গিয়ে কার্যত কালঘাম ছুটছে অধিকাংশ অভিভাবকের৷ অভিযোগ, সরকারের কোনও নিয়ন্ত্রণ ছাড়াই ইচ্ছে খুশি মতো টাকা আদায় করছে বেসরকারি স্কুলগুলি৷ স্কুলগুলির এই একতরফা ফি বৃদ্ধি বন্ধ করতে সরকারি হস্তক্ষেপের দাবিও উঠেছে৷
গোটা দেশের মধ্যে সম্ভবত প্রথমবার সেই পথেই এগোল দিল্লি সরকার৷ বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে এবার আইন আনছে দিল্লি সরকার৷ মঙ্গলবার সরকারি বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করতে খসড়া বিলে অনুমোদন দিয়ে দিয়েছে দিল্লির মন্ত্রিসভা৷ সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত৷
দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফি আদায়ের নামে পড়ুয়া এবং অভিভাবকদের হয়রানির অভিযোগ উঠছিল বেশ কিছু স্কুলের বিরুদ্ধে৷ সন্তানদের ভাল মানের স্কুলে পড়ানোর খরচ জোগাতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়ছিলেন অভিভাবকরা৷
advertisement
advertisement
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে রেখা গুপ্ত বলেন, এর আগের সরকার স্কুল ফি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপই করেনি৷ এ বিষয়ে সরকার কী পদক্ষেপ করতে পারে, তার কোনও গাইডলাইনও ছিল না৷
সম্প্রতি দিল্লির ডিরেক্টোরেট অফ এডুকেশন অফিসের বাইরে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে দেখান অভিভাবকরা৷ এর পরই রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, বেআইনি ভাবে বেসরকারি স্কুলগুলি ফি বাড়াচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷ প্রয়োজনে স্কুলগুলির পরিচালনার ভারও সরকার হাতে নিয়ে নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়৷
advertisement
দিল্লির শিক্ষামন্ত্রী আশিস সুদ জানিয়েছেন, নতুন বিলের প্রস্তাব অনুযায়ী প্রত্যেক তিন বছর অন্তর ফি বৃদ্ধি করা যাবে৷ তবে তা করা হবে শিক্ষক, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ বা পরিচালন সমিতির সহমতের ভিত্তিতে৷ গোটা প্রক্রিয়ার উপরে নজরদারি চালাবে রাজ্য সরকার৷ খুব শিগগিরই এই বিল দিল্লি বিধানসভায় পাস করা হবে বলেও জানিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 11:23 PM IST