Delhi School Fee Regulation Bill: ইচ্ছে খুশি মতো আর বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নয়, বড় পদক্ষেপ দিল্লি সরকারের

Last Updated:

সম্প্রতি দিল্লির ডিরেক্টোরেট অফ এডুকেশন অফিসের বাইরে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে দেখান অভিভাবকরা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বেসরকারি স্কুলের লাগামছাড়া মাইনে নিয়ে দেশ জুড়েই দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে৷ সন্তানকে ভাল মানের স্কুলে পড়ানোর খরচ জোগাতে গিয়ে কার্যত কালঘাম ছুটছে অধিকাংশ অভিভাবকের৷ অভিযোগ, সরকারের কোনও নিয়ন্ত্রণ ছাড়াই ইচ্ছে খুশি মতো টাকা আদায় করছে বেসরকারি স্কুলগুলি৷ স্কুলগুলির এই একতরফা ফি বৃদ্ধি বন্ধ করতে সরকারি হস্তক্ষেপের দাবিও উঠেছে৷
গোটা দেশের মধ্যে সম্ভবত প্রথমবার সেই পথেই এগোল দিল্লি সরকার৷ বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে এবার আইন আনছে দিল্লি সরকার৷ মঙ্গলবার সরকারি বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করতে খসড়া বিলে অনুমোদন দিয়ে দিয়েছে দিল্লির মন্ত্রিসভা৷ সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত৷
দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফি আদায়ের নামে পড়ুয়া এবং অভিভাবকদের হয়রানির অভিযোগ উঠছিল বেশ কিছু স্কুলের বিরুদ্ধে৷ সন্তানদের ভাল মানের স্কুলে পড়ানোর খরচ জোগাতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়ছিলেন অভিভাবকরা৷
advertisement
advertisement
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে রেখা গুপ্ত বলেন, এর আগের সরকার স্কুল ফি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপই করেনি৷ এ বিষয়ে সরকার কী পদক্ষেপ করতে পারে, তার কোনও গাইডলাইনও ছিল না৷
সম্প্রতি দিল্লির ডিরেক্টোরেট অফ এডুকেশন অফিসের বাইরে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে দেখান অভিভাবকরা৷ এর পরই রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, বেআইনি ভাবে বেসরকারি স্কুলগুলি ফি বাড়াচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷ প্রয়োজনে স্কুলগুলির পরিচালনার ভারও সরকার হাতে নিয়ে নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়৷
advertisement
দিল্লির শিক্ষামন্ত্রী আশিস সুদ জানিয়েছেন, নতুন বিলের প্রস্তাব অনুযায়ী প্রত্যেক তিন বছর অন্তর ফি বৃদ্ধি করা যাবে৷ তবে তা করা হবে শিক্ষক, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ বা পরিচালন সমিতির সহমতের ভিত্তিতে৷ গোটা প্রক্রিয়ার উপরে নজরদারি চালাবে রাজ্য সরকার৷ খুব শিগগিরই এই বিল দিল্লি বিধানসভায় পাস করা হবে বলেও জানিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi School Fee Regulation Bill: ইচ্ছে খুশি মতো আর বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নয়, বড় পদক্ষেপ দিল্লি সরকারের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement