Delhi Assembly Elections 2020: 'গ্যারান্টি কার্ড' হাতে মনোনয়ন জমা দিচ্ছেন কেজরিওয়াল

Last Updated:

সোমবার সেই গ্যারান্টি কার্ড হাতে নিয়েই ভোটে লড়ার মনোনয়নপত্র জমা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ কেজরিওয়াল লড়ছেন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে৷

#নয়াদিল্লি: রবিবারই 'গ্যারান্টি কার্ড' প্রকাশ করেছেন৷ ভোটে জিতলে দিল্লিবাসীর জন্য যা যা প্রথমেই করবেন, তার গ্যারান্টি৷ আজ অর্থাত্‍ সোমবার সেই গ্যারান্টি কার্ড হাতে নিয়েই ভোটে লড়ার মনোনয়নপত্র জমা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ কেজরিওয়াল লড়ছেন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে৷
ট্যুইট করে সকলের আশীর্বাদো চাইলেন কেজরিওয়াল৷ মনোনয়ন জমা দেওয়ার আগে একটি রোড শো করবেন তিনি৷ তারপর বাল্মিকী মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়ে নির্বাচন কমিশনের অফিসে যাবেন আপ সুপ্রিমো৷ কেজরির রোড শো হবে কনট প্লেস থেকে পঞ্চকুইয়াঁ মার্গ হয়ে ইনার সার্কেল যাবে৷ তারপর আউটার সার্কেল হয়ে বাবা খড়খ সিং মার্গ হয়ে প্যাটেল চক মেট্রো স্টেশনে শেষ হবে৷ জামনগরে মনোনয়ন জমা দেবেন তিনি৷
advertisement
রবিবার প্রকাশিত গ্যারান্টি কার্ডে দিল্লিবাসীকে ১০টি প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ তার মধ্যে রয়েছে পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, ২ কোটি চারা গাছ রোপন, যমুনা নদী পরিষ্কার, মহিলাদের সুরক্ষার জন্য মহিলা মার্শাল এবং আগামী ৫ বছরে দিল্লিকে দূষণমুক্ত করা৷ দিল্লিতে ক্ষমতায় এলে প্রথমেই এই কাজগুলি করবেন বলে গ্যারান্টি দিয়েছেন কেজরিওয়াল৷
advertisement
advertisement
সূত্রের খবর, কেজরিওয়ালের বিরুদ্ধে দাঁড়াতে পারেন নির্ভয়ার মা আশা দেবী ৷ নির্ভয়ার মা কংগ্রেসের টিকিটে কেজরিওয়ালের বিরুদ্ধে নির্বাচন লড়তে পারেন ৷ এই বিষয়ে শীঘ্রই ঘোষণা করা হতে পারে৷ নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি হওয়ায় দেরি হতে একাধিক বার দিল্লি সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন আশাদেবী ৷ সেই অভিযোগকেই ভোটের ময়দানে কাজে লাগাতে মরিয়া কংগ্রেস৷
advertisement
৭০ বিধানসভার দিল্লি বিধানসভা নির্বাচন হবে আগামী ৮ ফেব্রুয়ারি৷ ফল প্রকাশ হবে ১১ ফেব্রুয়ারি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Assembly Elections 2020: 'গ্যারান্টি কার্ড' হাতে মনোনয়ন জমা দিচ্ছেন কেজরিওয়াল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement