Narendra Modi: 'এক দশকের কুশাসন থেকে মুক্ত হল দিল্লি'! ঋণ চোকানোর আশ্বাস মোদির
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Narendra Modi: দিল্লিতে ক্ষমতায় আসার পরে স্বভাবতই আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। বিজেপির সদর দফতর থেকে এদিন প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী মোদি।
নয়াদিল্লি: দিল্লিতে ক্ষমতায় আসার পরে স্বভাবতই আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত দিল্লিতে ৭০টির মধ্যে ৪২টি আসন জিতে ক্ষমতায় এল বিজেপি, আপ থেমে গেল মাত্র ২৮টি আসনে।
এদিন দিল্লির জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “দিল্লির জয় সাধারণ জয় নয়, ঐতিহাসিক জয়, অহঙ্কার-অরাজকতার পরাজয়”। পাশাপাশি মোদি বলেন, “দিল্লির মানুষের মনে উৎসাহ আছে এবং শান্তিও আছে। দিল্লিকে ‘আপদা’ থেকে মুক্ত করানোর শান্তি। আমি দিল্লির সব পরিবারের সদস্যদের মোদির গ্যারান্টিতে ভরসা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি”।
advertisement
advertisement
পাশাপাশি মোদির আরও আক্রমণ, “সরকার চালানো নাটকের মঞ্চ নয়। আজ দিল্লির মানুষ স্পষ্ট করে দিয়েছে, দিল্লির আসল মালিক স্রেফ দিল্লির জনতা। যাঁর দিল্লির মালিক হওয়ার অহঙ্কার ছিল তিনি আজ সত্যের মুখোমুখি হয়েছেন”।
advertisement
২০১৪ সাল থেকে দেশে ক্ষমতায় রয়েছেন মোদি। কিন্তু এত বছর ধরে অধরাই থেকে গিয়েছিল দিল্লি জয়। যে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল আপ, সেই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই ক্ষমতায় এল বিজেপি। দিল্লি জয়ের পরে দুর্নীতি ইস্যু নিয়ে তিনি বলেন, “রাজনীতিতে দুর্নীতির কোনও জায়গা নেই”।
advertisement
পাশাপাশি দিল্লি জয়ের নেপথ্যে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা ভোট। এই নিয়ে বিজেপির সদর দফতর থেকে ভাষণে মোদি বলেন, “নারীশক্তিই আমাদের প্রধান রক্ষাকবচ”। পাশাপাশি দিল্লিতে জিতে ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মোদি, ভাষণে স্মরণ করিয়ে দেন ডবল ইঞ্জিন সরকারের কথা। মধ্যবিত্তের উন্নয়নই যে প্রধান লক্ষ্য সেই কথাই বলে দিয়েছেন মোদি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2025 7:34 PM IST