Delhi Ashram: ‘স্বঘোষিত গডম‍্যান’, ছাত্রীদের সঙ্গে পৈশাচিক যৌনসঙ্গম, নিশানায় দিল্লির জনপ্রিয় ‘বাবা’! খবর ছড়াতেই কোথায় গেলেন?

Last Updated:

Delhi Ashram Horror: ছাত্রীদের একের পর এক অশ্লীল মেসেজ। জোরপূর্বক নিজের ঘরে ডেকে এনে যৌন সঙ্গমের অভিযোগ দিল্লির জনপ্রিয় ‘বাবার’ বিরুদ্ধে।

‘স্বঘোষিত গডম‍্যান’, ছাত্রীদের সঙ্গে পৈশাচিক যৌনসঙ্গম, নিশানায় দিল্লির জনপ্রিয় ‘বাবা’! খবর ছড়াতেই কোথায় গেলেন?
‘স্বঘোষিত গডম‍্যান’, ছাত্রীদের সঙ্গে পৈশাচিক যৌনসঙ্গম, নিশানায় দিল্লির জনপ্রিয় ‘বাবা’! খবর ছড়াতেই কোথায় গেলেন?
নয়াদিল্লি: ছাত্রীদের একের পর এক অশ্লীল মেসেজ। জোরপূর্বক নিজের ঘরে ডেকে এনে যৌন সঙ্গমের অভিযোগ দিল্লির জনপ্রিয় ‘বাবার’ বিরুদ্ধে। স্বামী চৈতন‍্যানন্দ সরস্বতী ওরফে স্বামী পার্থসারথীর বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর অভিযোগ আনলেন ১৭ জন ছাত্রী। ছাত্রীরা সকলেই দিল্লির শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টে পাঠরতা। এই প্রতিষ্ঠানের ডিরেক্টর স্বামী পার্থসারথীর বিরুদ্ধে উঠেছে জোরপূর্বক যৌন সঙ্গম এবং যৌন হেনস্থার অভিযোগ। ইতিমধ‍্যে নিজেকে ‘গডম‍্যান’ বলে দাবি করা অভিযুক্ত ‘বাবার’ বিরুদ্ধে একাধিক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ।
তদন্তে প্রকাশ, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে গভীর রাতে ছাত্রীদের মেসেজ করে নিজের ঘরে ডাকতেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ‘বাবা’। মূলত ইডাব্লিউএস স্কলারশিপ প্রাপ্ত ছাত্রীরাই ছিল বাবার ‘টার্গেট’। জানা গিয়েছে, ছাত্রীদের যৌনসঙ্গমে বাধ‍্য করতেন অভিযুক্ত বাবা। ছাত্রীরা বাধা দিলে তাদের ফেল করিয়ে দেওয়া, পরীক্ষায় কম নম্বর দেওয়ার ভয় দেখাতেন অভিযুক্ত।
advertisement
advertisement
শুধু তাই নয়, ছাত্রীদের অভিযোগ মহিলা ওয়ার্ডেনদের দিয়ে ভয় দেখিয়ে তাদের অশ্লীল মেসেজগুলি মুছে ফেলতে বাধ‍্য করেছেন অভিযুক্ত। ছাত্রীদের ফোন ইতিমধ‍্যে ফরেনসিকে পরীক্ষার জন‍্য পাঠিয়েছে পুলিশ। তিনজন ওয়ার্ডেনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জন মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (পিজিডিএম) ছাত্রীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। তাদের মধ‍্যে ১৭ জন নিশ্চিত করেছেন যে তারা ‘স্ব-ঘোষিত গডম্যান’ দ্বারা অশ্লীল ভাষা, অনাকাঙ্ক্ষিত যৌনসঙ্গম এবং যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন।
advertisement
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে প্রতিষ্ঠানের শিক্ষিকা ও প্রশাসনিক কর্মীরাও ছাত্রছাত্রীদের ওপর অভিযুক্ত অধিকর্তার দাবি পুরণের জন্য চাপ সৃষ্টি করতেন। ছাত্রীরা জানিয়েছে, আশ্রমের কয়েকজন ওয়ার্ডেন তাদের অভিযুক্তের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। অভিযুক্ত অধিকর্তা ছাত্রীদের নিজের ঘরে ডাকতেন বিদেশ ভ্রমণের টোপ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন।
advertisement
ছাত্রীদের বয়ানের ভিত্তিতে স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে যৌন হেনস্থা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসি অমিত গয়াল জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ক্রাইমসিন খতিয়ে দেখেছে পুলিশ। তল্লাশি চলেছে অভিযুক্তের ঠিকানাতেও। তবে অভিযুক্ত এখনও ফেরার। সূত্রের খবর, শেষবার তাকে আগ্রার কাছে দেখা গিয়েছে পুলিশের একাধিক দল তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, দিল্লি আশ্রমের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। এমনকী নিজের নামও সরস্বতী থেকে বদলে পার্থ করে ফেলেছেন অভিযুক্ত।
advertisement
জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) ইতিমধ্যেই ঘটনাটির স্বতঃপ্রণোদিত কগনিজেন্স নিয়েছে। তদন্ত চলাকালীন পুলিশ ইনস্টিটিউটের বেসমেন্টে একটি ভলভো গাড়ি খুঁজে পায়, যা স্বামী চৈতন্যানন্দ ব্যবহার করতেন। যাচাই করে দেখা গেছে গাড়িটিতে জাল কূটনৈতিক নম্বর প্লেট (৩৯ ইউএন ১) ব্যবহার করা হয়েছে এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Ashram: ‘স্বঘোষিত গডম‍্যান’, ছাত্রীদের সঙ্গে পৈশাচিক যৌনসঙ্গম, নিশানায় দিল্লির জনপ্রিয় ‘বাবা’! খবর ছড়াতেই কোথায় গেলেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement