Delhi Horror: খুলি ফাটা, নেই ঘিলু, শিরদাঁড়াও ভাঙা! এতটাই নৃশংস ছিল দিল্লির অঞ্জলির মৃত্য়ু
- Published by:Debamoy Ghosh
Last Updated:
দুর্ঘটনার পর অঞ্জলি গাড়ির নীচে ঢুকে যান। সেই অবস্থাতেই তাঁকে টানতে টানতে প্রায় ১২ কিলোমিটার রাস্তা নিয়ে যাওয়া হয়।
#দিল্লি: ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি ঠিকই। কিন্তু দিল্লির তরুণী অঞ্জলি সিংয়ের মৃত্য়ু কতটা নৃশংস ছিল, তা উঠে এসেছে সেই রিপোর্টে। গাড়ির নীচে হেঁচড়াতে হেঁচড়াতে প্রায় ১২ কিলোমিটার রাস্তা নিয়ে যাওয়া হয়েছিল অঞ্জলিকে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, এর ফলে অঞ্জলির মাথার খুলি ফেটে ঘিলু রাস্তাতেই কোথাও পড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে শিরদাঁড়া। শরীরের অন্তত চল্লিশটি জায়গায় মিলেছে আঘাতের চিহ্ন।
বর্ষবরণের রাতে দিল্লির রাস্তায় অঞ্জলির স্কুটির সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। যে গাড়িতে সওয়ার ছিলেন পাঁচ মদ্য়প যুবক। দুর্ঘটনার পর অঞ্জলি গাড়ির নীচে ঢুকে যান। সেই অবস্থাতেই তাঁকে টানতে টানতে প্রায় ১২ কিলোমিটার রাস্তা নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
সূত্রের খবর, ময়নাতদন্তের সময় অঞ্জলির মাথার ভিতরের ঘিলু দেখতে পাননি চিকিৎসকরা। খুলি ফেটে কার্যত হা হয়েছিল। চিকিৎসকদের ধারণা, অঞ্জলিকে যখন রাস্তা দিয়ে ঘষটে ঘষটে টেনে নিয়ে আসা হচ্ছিল, তখনই সম্ভবত তা মাথা ফেটে বেরিয়ে গিয়েছে। পুলিশকেও সেকথা জানানো হয়েছে।
advertisement
দিল্লির মৌলানা আজাদ মেডিক্য়াল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অঞ্জলির ময়নাতদন্ত করেন। রিপোর্টে লেখা হয়েছে, অঞ্জলির বুকের পাঁজরও ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। পীঠের দিক থেকে যা দেখাও যাচ্ছিল। বুকের কাছেও রয়েছে গুরুতর আঘাতের চিহ্ন। অঞ্জলির শিরদাঁড়াও ভেঙে গিয়েছিল। গোটা শরীর ধুলো এবং মাটিতে একাকার হয়েছিল।
আট পাতার রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন, অঞ্জলির শরীরে মোট চল্লিশটি আঘাতের চিহ্ন মিলেছে। মাথা, শিরদাঁড়া, দুই পা সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। চিকিৎসকদের মতে, এই সব ধরনের আঘাতই যে কারওর মৃত্য়ুর কারণ হতে পারে। গাড়ি দুর্ঘটনার কারণে এই ধরনের আঘাত স্বাভাবিক বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অঞ্জলির ভিসেরার নমুনা এবং জামাকাপড়ে লেগে থাকা রক্তের নমুনাও সংরক্ষণ করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 9:17 AM IST