Delhi AIIMS Nurse Harassment: মহিলা নার্সকে যৌন হেনস্থা চিকিৎসকের, অভিযোগ পৌঁছল প্রধানমন্ত্রীর দফতরে!দিল্লি এইমস-এ কী কাণ্ড?

Last Updated:

এইমস-এর নার্সদের সংগঠনের পক্ষ থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে একাধিকবার যৌন হেনস্থা, অশালীন শব্দের ব্যবহার এবং কর্মস্থলে হুমকির দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মহিলা নার্সিং অফিসারকে হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হল দিল্লির এইমস-এর প্রবীণ চিকিৎসককে৷ অভিযুক্ত ওই চিকিৎসকের নাম এ কে বিসোই৷ তিনি এইমস-এর কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারির বিভাগীয় প্রধান ছিলেন৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এইমস-এর নার্সদের সংগঠনের পক্ষ থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে একাধিকবার যৌন হেনস্থা, অশালীন শব্দের ব্যবহার এবং কর্মস্থলে হুমকির দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়৷ সেই অভিযোগ পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরেও৷ এর পরেই ওই চিকিৎসককে পদ থেকে সরিয়ে দিয়ে সাসপেন্ড করে দেওয়া হয়৷
গত ৩০ সেপ্টেম্বর ওই প্রবীণ চিকিৎসকের বিরুদ্ধে প্রথমবার এই অভিযোগ তুলেছিলেন ওই মহিলা নার্সিং অফিসার৷ অভিযুক্ত চিকিৎসকের সাসপেনশনের যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে নার্সদের সংগঠনের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে৷
advertisement
advertisement
এ কে বিসোই-এর বদলে চিকিৎসক ভি দেবেগৌরৌকে সিটিভিএস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, গত ৯ অক্টোবর এইমস হাসাপাতালের নার্সদের সংগঠন যৌন হয়রানির এই অভিযোগ প্রধানমন্ত্রীর দফতরে জমা দেয়৷ একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়৷ এই ঘটনাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানির ঘটনা হিসেবেও পিএমও-তে অভিযোগ জানানো হয়৷
advertisement
নার্সদের সংগঠনের অভিযোগ, ওই চিকিৎসক কর্তব্যরত অবস্থাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা নার্সদের হুমকি দিয়েছেন৷ শুধু তাই নয়, যে ভাষায় তিনি কথা বলেছেন তা যৌন উস্কানমূলক এবং অপমানজনক বলেও অভিযোগ করেছেন অভিযোগকারিণী৷
তবে প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও চিকিৎসক হিসেবে এখনও হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন এ কে বিসোই৷ অভিযোগের তদন্ত করছে হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি৷ সেই কমিটির রিপোর্ট আসার পরই অভিযুক্ত চিকিৎসককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত চিকিৎসক৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi AIIMS Nurse Harassment: মহিলা নার্সকে যৌন হেনস্থা চিকিৎসকের, অভিযোগ পৌঁছল প্রধানমন্ত্রীর দফতরে!দিল্লি এইমস-এ কী কাণ্ড?
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement