দীপাবলি থেকে ছটপুজো, নানান উৎসবে অক্টোবরে কতদিন বন্ধ ব্যাঙ্ক? জেনে নিন বিস্তারিত
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অক্টোবর মাসে সর্ব মোট ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে দীপাবলি, মহাষ্টমী, দশেরা, দুর্গাপুজো ও ছটপুজোর মতো বড় উৎসবের ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনগুলি। ওই দিন গুলিতে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে ছুটি থাকবে।
চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অক্টোবর ১৩ থেকে অক্টোবর ১৯, ২০২৫-এর সপ্তাহে ভারতের ব্যাঙ্কগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে বিভিন্ন উৎসব উপলক্ষে। চলতি অক্টোবর মাসে নবরাত্রি, দুর্গাপুজো, করবা চৌথ এবং দীপাবলি-সহ একাধিক বড় উৎসবের জেরে সারা দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধের দিন বেড়েছে।
advertisement
ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-এর নির্দেশ অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার, এবং প্রতিটি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে আঞ্চলিক উৎসব ও সরকারি ছুটির দিনেও ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকে।
advertisement
অক্টোবর মাসে সর্ব মোট ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে দীপাবলি, মহাষ্টমী, দশেরা, দুর্গাপুজো ও ছটপুজোর মতো বড় উৎসবের ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনগুলি। ওই দিন গুলিতে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে ছুটি থাকবে।
advertisement
অক্টোবর ১৮ (শনিবার): গুয়াহাটিতে কাটি বিহু উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ওই দিন ধনতেরাস পড়লেও সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে না।অক্টোবর ১৯ (রবিবার): সাপ্তাহিক ছুটি হিসেবে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।অক্টোবর ১৮ (শনিবার): গুয়াহাটিতে কাটি বিহু উপলক্ষে ছুটি।অক্টোবর ১৯ (রবিবার): সাপ্তাহিক বন্ধ (সারা দেশ)।অক্টোবর ২০ (সোমবার): দীপাবলি / নরক চতুর্দশী / কালীপূজা উপলক্ষে আগরতলা, আহমেদাবাদ, কলকাতা, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, লখনউ, ত্রিবান্দ্রম, ভুবনেশ্বরসহ একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
অক্টোবর ২১ (মঙ্গলবার): লক্ষ্মীপূজা / গোবর্ধন পূজা / দীপাবলি আমাবস্যা উপলক্ষে মুম্বই, নাগপুর, ভোপাল, ইম্ফল, শ্রীনগরসহ বেশ কিছু শহরে ব্যাঙ্ক ছুটি।অক্টোবর ২২ (বুধবার): বলি প্রতিপদা / বিক্রম সম্বৎ নববর্ষ / দীপাবলি উপলক্ষে আহমেদাবাদ, জয়পুর, কলকাতা, লখনউ, শিমলা প্রভৃতি স্থানে ব্যাঙ্ক বন্ধ।অক্টোবর ২৩ (বৃহস্পতিবার): ভাইদূজ / ভাইবিজ / চিত্রগুপ্ত জয়ন্তী / নিঙোল চাক্কৌবা উপলক্ষে আহমেদাবাদ, ইম্ফল, কলকাতা, কানপুর, শিমলা, গ্যাংটকে ব্যাঙ্ক ছুটি।
advertisement
অক্টোবর ২৫ (শনিবার): চতুর্থ শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।অক্টোবর ২৬ (রবিবার): সাপ্তাহিক বন্ধ (সারা দেশ)।অক্টোবর ২৭ (সোমবার): ছটপূজা (সন্ধ্যা পূজা) উপলক্ষে কলকাতা, পাটনা ও রাঁচিতে ব্যাঙ্ক ছুটি।অক্টোবর ২৮ (মঙ্গলবার): ছটপূজা (প্রভাত পূজা) উপলক্ষে পাটনা ও রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ।অক্টোবর ৩১ (শুক্রবার): সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
ব্যাঙ্ক ছুটির সময় কী করবেন?ব্যাঙ্ক ছুটি অঞ্চলভেদে ভিন্ন হয়। যেসব কাজের জন্য শাখায় সরাসরি যেতে হয়, যেমন—চেক জমা দেওয়া বা ম্যানুয়াল লেনদেন, সেগুলো এই সময় স্থগিত থাকবে। তবে ডিজিটাল পরিষেবা যেমন IMPS, NEFT, RTGS ইত্যাদি চালু থাকবে।এছাড়াও ইউপিআই (UPI) পরিষেবাও ২৪ ঘণ্টা চালু থাকবে, ফলে গ্রাহকরা অনলাইন ট্রান্সফার, বিল পেমেন্ট বা মোবাইল রিচার্জ করতে পারবেন। নগদ টাকার প্রয়োজন হলে কাছাকাছি এটিএম (ATM) থেকে টাকা তোলা যাবে, কারণ এটিএম পরিষেবা ব্যাঙ্ক ছুটির দিনেও খোলা থাকে।