জঙ্গি হামলার আশঙ্কা, পাঁচ রাজ্যে জারি হাই অ্যালার্ট

Last Updated:

সার্জিক্যাল স্ট্রাইকের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর দিল্লির দিকে বন্দুক তাক করেছে ইসলামাবাদ। পাকিস্তানের ঘনঘন যুদ্ধের হুঙ্কারে সতর্ক ভারত।

#নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইকের ঘোর কাটলে পাল্টা হামলা চালাতে পারে ইসলামাবাদ। এই আশঙ্কায় সতর্ক ভারত। উরি ও সার্জিক্যাল অ্যাটাকের পর ক্রমেই দুই দেশের মধ্যে উত্তজনার পারদ চড়ছে ৷ গত কয়েকদিনে বেশ কয়েকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷
সার্জিক্যাল স্ট্রাইকের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর দিল্লির দিকে বন্দুক তাক করেছে ইসলামাবাদ। পাকিস্তানের ঘনঘন যুদ্ধের হুঙ্কারে সতর্ক ভারত। বাড়ানো হয়েছে নজরদারি ৷ শুক্রবার সীমান্তের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দর, সরকারি বিল্ডিং, রেল স্টেশন, পর্যটন কেন্দ্র ও বিভিন্ন জনবহুল এলাকায় ৷
দিল্লি, রাজস্থান, পঞ্জাব, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র ও গুজরাটে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷
advertisement
advertisement
ভারতের ইন্টেলিজেন্সের তরফে জানানো হয়েছে যে তাদের কাছে গোপন সূত্রে খবর রয়েছে উৎসবের এই মরশুমে ISI-র সহযোগিতায় রাজধানীতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালাতে পারে ৷ জানা গিয়েছে জম্মু কাশ্মীর দিয়ে ভারতে প্রবেশ করেছে জঙ্গিরা ৷ তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷
সীমান্তের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি বিএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। কাঁটাতারের এপারে প্রস্তুত রয়েছে সেনাও। যে কোনওরকম পরিস্থিতির জন্য সতর্ক থাকতে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনাকেও।
advertisement
ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ চড়তেই ওয়াঘা সীমান্তের দরজা বন্ধ। প্রথা ভেঙে বিটিং দ্য রিট্রিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধের আবহে এখন সতর্ক দুই প্রতিবেশীই।
বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গি হামলার আশঙ্কা, পাঁচ রাজ্যে জারি হাই অ্যালার্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement