ডেবিট কার্ড জালিয়াতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্র
Last Updated:
শুক্রবার এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ RBI ও বাকি ব্যাঙ্কগুলির কাছে থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি ৷
#নয়াদিল্লি: দেশের ইতিহাসে বৃহত্তম ডেবিট কার্ড জালিয়াতি। থার্ড পার্টি পেমেন্ট সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে পিন সহ গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । শুক্রবার এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ RBI ও বাকি ব্যাঙ্কগুলির কাছে থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি ৷ পাশাপাশি সাইবার ক্রাইমের সঙ্গে মোকাবিলা করার জন্য কতটা তৈরি সেই বিষয়েও তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ৷
এদিন জেটলি জানিয়েছেন, ‘আমি ডেবিট কার্ড জালিয়াতি সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছি ৷ এর জেরে পরিষেবা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা সত্ত্বর ঠিক করাই হচ্ছে মূল উদ্দেশ্য ৷’
এটিএম জালিয়াতির জেরে বিপাকে বিভিন্ন ব্যাঙ্কের অন্তত বত্রিশ লক্ষ গ্রাহক। নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই বত্রিশ লক্ষ গ্রাহককে ডেবিট কার্ড বদলানো অথবা পিন নম্বর বদলানোর নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি।
advertisement
advertisement
ভারতে মোট ৬০ কোটি ডেবিট কার্ড রয়েছে ৷ যার মধ্যে ১৯ কোটি রুপে ওয়ানস তৈরি করেছে ৷ বাকিগুলি ভিসা ও মাস্টার কার্ড ৷
ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি শক্তিকান্ত দাস জানিয়েছেন, এই নিয়ে প্যানিক করার কোনও দরকার নেই ৷ আমরা যথাযত পদক্ষেপ নিচ্ছি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2016 3:43 PM IST