Death of Dr Rustom Soonawala: করিনা, রনবীর কাপুর তাঁর হাতেই হয়েছেন! ৯৫-তে চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত এই ডাক্তার...

Last Updated:

Death of Dr Rustom Soonawala: বিশ্ববিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. রুস্তম সুনওয়ালা, যিনি বলিউডের বহু সেলিব্রিটির, যেমন করিশমা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর এবং তাদের সন্তান তৈমুর, জেহ ও রাহা-দের জন্ম দিয়েছিলেন, ৯৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন।

করিনা, রনবীর কাপুর তাঁর হতেই হয়েছেন! ৯৫-তে চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত এই ডাক্তার...
করিনা, রনবীর কাপুর তাঁর হতেই হয়েছেন! ৯৫-তে চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত এই ডাক্তার...
মুম্বই: ড. সুনওয়ালা দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ড. সুনওয়ালা ১৯৯১ সালে তার নারীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় যুগান্তকারী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
বলিউড সেলিব্রিটিদের থেকে সাধারণ মানুষের কাছে ইশ্বরের মতো ছিলেন এই চিকিৎসক। তিনি ১৯৬০-এর দশকে পলিথিন ইনট্রা-ইউটারাইন ডিভাইস (IUD) উদ্ভাবনের জন্য পরিচিত, যা জন্ম নিয়ন্ত্রণের একটি বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহার হয়।
advertisement
ড. সুনওয়ালা মুম্বাইয়ের ওয়াদিয়া ম্যাটারনিটি হাসপাতালে প্রফেসর এমেরিটাস, ভারতীয় প্রেনেটাল ডায়াগনোসিস ও থেরাপি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ভারতের পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনের সম্মানিত চিকিৎসা পরিচালক ছিলেন। কয়েক বছর আগে পর্যন্ত তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালের পরামর্শক হিসেবেও কাজ করতেন।
advertisement
তার রোগীদের মতে, ড. রুস্তম ছিলেন একজন সদয় এবং যত্নশীল চিকিৎসক। ভারতের স্ত্রীরোগ ও গাইনিকোলজিকাল সোসাইটির প্রাক্তন সভাপতি ড. হৃষিকেশ পৈই জানান, “তিনি দেশে অবস্টেট্রিক্স এবং ইনফারটিলিটি চিকিৎসার অগ্রগতিতে মূল ভূমিকা রেখেছিলেন।”
যদিও তিনি বেশ আগে সার্জারি থেকে অবসর নিয়েছিলেন, তারপরও ড. সুনওয়ালা পেশায় সক্রিয় ছিলেন এবং কয়েক বছর আগে পর্যন্ত পরামর্শদান করে গেছেন। বিশ্ববিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. রুস্তম সুনওয়ালা, যিনি বলিউডের বহু সেলিব্রিটির, যেমন করিশমা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর এবং তাদের সন্তান তৈমুর, জেহ ও রাহা-দের জন্ম দিয়েছিলেন, ৯৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Death of Dr Rustom Soonawala: করিনা, রনবীর কাপুর তাঁর হাতেই হয়েছেন! ৯৫-তে চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত এই ডাক্তার...
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement