Death of Dr Rustom Soonawala: করিনা, রনবীর কাপুর তাঁর হাতেই হয়েছেন! ৯৫-তে চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত এই ডাক্তার...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Death of Dr Rustom Soonawala: বিশ্ববিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. রুস্তম সুনওয়ালা, যিনি বলিউডের বহু সেলিব্রিটির, যেমন করিশমা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর এবং তাদের সন্তান তৈমুর, জেহ ও রাহা-দের জন্ম দিয়েছিলেন, ৯৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
মুম্বই: ড. সুনওয়ালা দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ড. সুনওয়ালা ১৯৯১ সালে তার নারীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় যুগান্তকারী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
বলিউড সেলিব্রিটিদের থেকে সাধারণ মানুষের কাছে ইশ্বরের মতো ছিলেন এই চিকিৎসক। তিনি ১৯৬০-এর দশকে পলিথিন ইনট্রা-ইউটারাইন ডিভাইস (IUD) উদ্ভাবনের জন্য পরিচিত, যা জন্ম নিয়ন্ত্রণের একটি বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহার হয়।
আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড! পরিত্যক্ত বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার মানুষের কঙ্কাল ও হাড়! জানুন হাড়হিম করা ঘটনাটি…
advertisement
ড. সুনওয়ালা মুম্বাইয়ের ওয়াদিয়া ম্যাটারনিটি হাসপাতালে প্রফেসর এমেরিটাস, ভারতীয় প্রেনেটাল ডায়াগনোসিস ও থেরাপি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ভারতের পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনের সম্মানিত চিকিৎসা পরিচালক ছিলেন। কয়েক বছর আগে পর্যন্ত তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালের পরামর্শক হিসেবেও কাজ করতেন।
advertisement
তার রোগীদের মতে, ড. রুস্তম ছিলেন একজন সদয় এবং যত্নশীল চিকিৎসক। ভারতের স্ত্রীরোগ ও গাইনিকোলজিকাল সোসাইটির প্রাক্তন সভাপতি ড. হৃষিকেশ পৈই জানান, “তিনি দেশে অবস্টেট্রিক্স এবং ইনফারটিলিটি চিকিৎসার অগ্রগতিতে মূল ভূমিকা রেখেছিলেন।”
আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে ফিরছিলেন মৃত ব্যক্তি, বাম্পারের ঝাঁকুনি ফিরিয়ে দিল জীবন! গল্প নয়, সত্যি…
যদিও তিনি বেশ আগে সার্জারি থেকে অবসর নিয়েছিলেন, তারপরও ড. সুনওয়ালা পেশায় সক্রিয় ছিলেন এবং কয়েক বছর আগে পর্যন্ত পরামর্শদান করে গেছেন। বিশ্ববিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. রুস্তম সুনওয়ালা, যিনি বলিউডের বহু সেলিব্রিটির, যেমন করিশমা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর এবং তাদের সন্তান তৈমুর, জেহ ও রাহা-দের জন্ম দিয়েছিলেন, ৯৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2025 1:55 AM IST