হুগলি-রূপনারায়ণে ইলিশের আকাল, হতাশ হাওড়ার মৎস্যজীবীরা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আকাশে আষাঢ় এলো। বর্ষা মানেই তো বাঙালির ইলিশ উৎসব। জলে উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের ঝাঁক।
#হাওড়া: ইলিশ ভাজা, ভাপা সরষের ঝাঁজ। বাঙালির পাত থেকে উধাও আজ। রূপনারায়ণ, হুগলি নদীতে ইলিশের আকাল। জালে ইলিশ না উঠায় হতাশ মৎস্যজীবীরা।
আকাশে আষাঢ় এলো। বর্ষা মানেই তো বাঙালির ইলিশ উৎসব। জলে উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের ঝাঁক।
বাঙালির জীবনে এ যেন এখন গল্প কথা। মরশুম শুরু হলেও হাওড়ার গাদিয়াড়া, শ্যামপুরের বিস্তীর্ণ এলাকায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে না রুপোলি শস্য। শ্যামপুরের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার মৎস্যজীবীর বাস। শুধু গাদিয়াড়ায় এক একটি ঘাট থেকে প্রতিদিনই ইলিশের খোঁজে রূপনারায়ণ, হুগলি নদীতে চষে বেড়াচ্ছে ১৫ টি নৌকা। কিন্তু ইলিশের দেখা নেই। খালি হাতে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের।
advertisement
advertisement
গত কয়েক দিনে জ্বালানির দাম বেড়েছে। সেখানে ইলিশ না মেলায় নৌকা চালিয়ে ক্ষতি হচ্ছে মৎস্যজীবীদের।
মৎস্যজীবীরা বলছেন, ভাদ্রে নদীতে মাছ বাড়ে। এখন সেই আশায় বসে আছেন তারা। জালে দুই একটা ইলিশ উঠলেও, বাজারে তা চড়া দামে বিক্রি হচ্ছে। আপাতত ইলিশের স্বাদ থেকে বঞ্চিত বাঙালি। এখন ইলিশের ছবি দেখে মন বলছে, ইস ইলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2020 10:51 PM IST