আয়কর জমা দেওয়ার শেষ দিন নিয়ে কী জানাল IT বিভাগ ?
Last Updated:
প্রতিবারের মতো ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই ৷ তবে ৩১ জুলাই নয় এবার একমাস সময়সীমা একমাস বৃদ্ধি করল কেন্দ্র ৷
#নয়াদিল্লি: প্রতিবারের মতো ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই ৷ তবে ৩১ জুলাই নয় এবার একমাস সময়সীমা একমাস বৃদ্ধি করল কেন্দ্র ৷ সরকারের নতুন নির্দেশ অনুযায়ী সময়সীমা একমাস বাড়িয়ে ৩১ অগাস্ট করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, ৩১ অগাস্টের সময়সীমা পেরিয়ে গেলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে ৷ বিভিন্ন মহল থেকে আসা অনুরোধের ভিত্তিতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আয়কর দফতর ৷ ৩১ ডিসেম্বর পেরিয়ে গেলে ফাইনে ৫০০০ থেকে বেড়ে হয়ে যাবে ১০০০০ টাকা ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই প্রচুর রিটার্ন জমা পড়েছে ৷ সমস্ত করদাতাদের সময় মতো আয়কর জমা দেওয়ার আবেদন করা হয়েছে,’ বলে জানালেন আয়কর বিভাগের এক আধিকারিক ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2018 12:50 PM IST