কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা ডিডিসিএয়ের

Last Updated:

কেজরিওয়ালের আনা যৌথ হেনস্থার অভিযোগের এবার পাল্টা জবাব ডিডিসিএর ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা ডিডিসিএ-র। ডিডিসিএ-র আইনি ব্যবস্থার মধ্যেই মামলার মুখে পড়ল দিল্লি সরকার গঠিত সুব্রহ্মণ্যম কমিশনও। ডিডিসিএতে দুর্নীতির তদন্তেই এই কমিশন গঠন করেছিল কেজরিওয়াল প্রশাসন। কমিশনের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক ডিডিসিএ সদস্য।

#নয়াদিল্লি: কেজরিওয়ালের আনা যৌন হেনস্থার অভিযোগের এবার পাল্টা জবাব ডিডিসিএর ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা ডিডিসিএ-র। মামলার মুখে পড়ল দিল্লি সরকার গঠিত সুব্রহ্মণ্যম কমিশনও। ডিডিসিএতে দুর্নীতির তদন্তেই এই কমিশন গঠন করেছিল কেজরিওয়াল প্রশাসন। কমিশনের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক ডিডিসিএ সদস্য।
মামলা, পাল্টা মামলা, তাকে চ্যালেঞ্জ করে আবারও মামলা।একের পর এর অভিযোগেই ক্রমশ জটিল হচ্ছে ডিডিসিএ বিতর্ক। বুধবারই যৌন হেনস্থা নিয়ে ডিডিসিএতে লিখিত অভিযোগ জানিয়েছিলেন দিল্লি অ্যাকাডেমির এক ছাত্রের মা। এই অভিযোগের প্রেক্ষিতেই ক্রিকেট সংস্থার ওপর চাপ বাড়ায় আপ। তাদের আরও অস্বস্তির কারণ দুটি চিঠি। পুলিশ কমিশনারকে লেখা এই চিঠি দুটিকেই হাতিয়ার করে নতুন করে জেটলির বিরুদ্ধে তোপ দাগে আপ। ডিডিসিএ নিয়ে আক্রমণে সুর চড়ালেও দল ও সরকারে অস্বস্তি লুকোতে পারছেন না কেজরিওয়াল ও তাঁর দল। দিল্লি সরকার গঠিত গোপাল সুব্রহ্মণ্যম কমিশনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলাও করা হয়েছে সু্প্রিম কোর্টে। বিজেপির সাসপেন্ডেড সাংসদ কীর্তি আজাদও এখন আপের অন্যতম মাথাব্যথা। ডিডিসিএতে অনিয়ম খতিয়ে দেখতে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছিল কেজরিওয়াল সরকার, তার রিপোর্টে জেটলির নাম আছে। এই দাবিতেই রিপোর্ট প্রকাশের দাবিতে সরব কীর্তি।
advertisement
বুধবার সকালেই জেটলির চিঠি প্রকাশ্যে এনে চমক দিয়েছিলেন আশুতোষরা। তারপর দিন যত এগিয়েছে, ততই আইনি গাফিলতিতে জেরবার দেখিয়েছে আপ নেতৃত্বকে। এমনকী গোপাল সুব্রহ্মণ্যম কমিশন নিয়োগের বিবৃতিতে আইনি ক্রুটি থাকায় তা সংশোধনের নির্দেশ দিতেও বাধ্য হন কেজরিওয়াল। বিচারপতি না হওয়া সত্ত্বেও কীভাবে সুব্রহ্মণ্যমের নিয়োগ হল, কোন আইনেই বা এই তদন্ত চলবে, তা নিয়ে সন্দিহান আইনজীবীরাও। সবমিলিয়ে ডিডিসিএ বিতর্ক যেন থামছেই না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা ডিডিসিএয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement