যত দোষ...মুখ‍্যমন্ত্রীকে চড় মারল কে, আর 'শাস্তি' পেলেন দিল্লির পুলিশ কমিশনার! বড় বদল দিল্লিতে

Last Updated:

দিল্লির মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনায় ঠিক একদিন পরেই বদল করা হল দিল্লির পুলিশ কমিশনারকে।

যত দোষ...মুখ‍্যমন্ত্রীকে চড় মারল কে, আর 'শাস্তি' পেলেন দিল্লির পুলিশ কমিশনার! বড় বদল দিল্লিতে
যত দোষ...মুখ‍্যমন্ত্রীকে চড় মারল কে, আর 'শাস্তি' পেলেন দিল্লির পুলিশ কমিশনার! বড় বদল দিল্লিতে
নয়াদিল্লি: দিল্লির মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনায় ঠিক একদিন পরেই বদল করা হল দিল্লির পুলিশ কমিশনারকে। সিনিয়র আইপিএল অফিসার সতীশ গোলচাকে নয়াদিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করল স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানান হয়েছে যে, অগাস্ট ২১ থেকেই দায়িত্ব নিলেন গোলচা। আগামী নির্দেশ আসা পর্যন্ত তিনিই সামলাবেন কমিশনারের দায়িত্ব।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘‘যোগ্য কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে, সতীশ গোলচা, বর্তমানে দিল্লির DG (Prisons) হিসেবে নিযুক্ত, দিল্লি পুলিশের কমিশনার পদে নিয়োগ করা হল দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত।’’ ১৯৯২ ব্যাচের IPS অফিসার, গোলচা বর্তমানে দিল্লির ডিরেক্টর জেনারেল (Prisons) হিসেবে নিযুক্ত আছেন। দিল্লির মুখ‍্যমন্ত্রীর উপর হামলার পরপরেই এসবিকে সিংকে সরিয়ে তাঁকেই দায়িত্ব দেওয়া হল রাজধানী শহরের নিরাপত্তার।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকাল বুধবার নিজের বাড়িতেই আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জন আদালত চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চুলের মুঠি ধরে কষিয়ে চড় মেরে ধৃত এক ব্যক্তি৷ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজের বাড়িতেই আক্রান্ত হলেন ৷
advertisement
বুধবার সাতসকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গুজরাতের বাসিন্দা ধৃত ব্যক্তির নাম রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া৷ বছর ৪১-এর সাকারিয়ার মা জানিয়েছেন, গুজরাত থেকে তিহার জেলে বন্দি তাঁর এক আত্মীয়কে ছাড়িয়ে নিয়ে যেতে দিল্লি এসেছিলেন তাঁর ছেলে৷
বাংলা খবর/ খবর/দেশ/
যত দোষ...মুখ‍্যমন্ত্রীকে চড় মারল কে, আর 'শাস্তি' পেলেন দিল্লির পুলিশ কমিশনার! বড় বদল দিল্লিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement