'প্রতিটি নিঃশ্বাসে তোমার অভাব বোধ করি', মাতৃ দিবসে আবেগঘন পোস্ট সুষমা কন্যার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর সময় একাধিকবার বিদেশে বিপদে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপর হয়েছেন সুষমা৷
#দিল্লি: 'প্রতিটা নিঃশ্বাস নিতে গিয়ে তোমার অভাব অনুভব করি৷' এভাবেই মাতৃ দিবসে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে স্মরণ করলেন তাঁর মেয়ে বাঁসুরি৷ গত বছর আগস্ট মাসে প্রয়াত হয়েছিলেন সুষমা৷ তার পর প্রথম মাতৃ দিবসেই মায়ের উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন সুষমা কন্যা৷
ট্যুইটারে বাঁসুরি স্বরাজ সুষমাকে উদ্দেশ্য করে লিখেছেন, 'শুভ মাতৃ দিবস! প্রতিটি নিঃশ্বাসে আমি তোমার অভাব বোধ করি মা৷'
Happy Mother's Day @SushmaSwaraj. Miss you with every breath Ma. pic.twitter.com/mARjqC07mq
— Bansuri Swaraj (@BansuriSwaraj) May 10, 2020
advertisement
বিদেশমন্ত্রী পদে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুষমা স্বরাজ৷ প্রবাসী ভারতীয়দের কাছে তিনি হয়ে উঠেছিলেন মোদি সরকারের মুখ৷ এমন কী, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের মানুষও ভারতে আসা নিয়ে কোনও সমস্যায় পড়লেই সরাসরি সুষমার সাহায্য চাইতেন৷ প্রায় প্রতিটি ক্ষেত্রেই সাধ্যমতো সমস্যা সমাধানের চেষ্টা করতেন সুষমাম৷ তাই তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল পাকিস্তানেও ৷
advertisement
জাতীয় রাজনীতিতেও বিরোধী নেতাদের সঙ্গেও সুসম্পর্ক ছিল সুষমার৷ ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর টানা পাঁচ বছর বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি৷ কিন্তু শেষ দিকে শারীরিক অসুস্থতার কারণে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিলেন৷ এক রকম বাধ্য হয়েই দ্বিতীয় দফায় ক্ষমতায় এলেও মোদি সরকার ক্ষমতায় এলেও তার অংশ হতে পারেননি সুষমা৷ তাঁর জায়গায় বিদেশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এস জয়শঙ্করকে৷ ভারতীয় রাজনীতির ইতিহাসে সুষমাই প্রথম মহিলা যিনি পূর্ণসময়ের জন্য বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন৷ এর আগে ইন্দিরা গান্ধি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিদেশমন্ত্রকের ভার নিয়েছিলেন৷ বিদেশমন্ত্রী হওয়ার আগে অটল বিহারী বাজপেয়ী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বও সাফল্যের সঙ্গে সামলেছিলেন সুষমা স্বরাজ ৷
advertisement
বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর সময় একাধিকবার বিদেশে বিপদে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপর হয়েছেন সুষমা ৷ পাকিস্তান থেকে এ দেশে চিকিৎসা করাতে আসতে গিয়ে কেউ ভিসার সমস্যায় পড়লেও তাঁর মুশকিল আসান হতেন তিনি ৷ সদাহাস্য এই মানুষটির অভাব আজও ভারতীয় রাজনীতিতে ভীষণভাবে অনুভূত হয়৷ একইভাবে মাকে হারানোর শোক এখনও সামলে উঠতে পারেননি তাঁর আপনজনেরা৷ মাতৃ দিবসে নিজের মাকে তাই আরও বেশি করে মনে পড়ছে মেয়ে বাঁসুরির৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2020 7:12 PM IST