Daughter Kills Mother: রাতে ঘুম ভাঙল মায়ের, বিবাহিত মেয়ের ঘরে উঁকি দিতেই সর্বনাশ! এ কী হল...

Last Updated:

Daughter Kills Mother: মুস্কান নামের মহিলার বিয়ে হয়ে গেলেও সে জাভেদ নামের এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। এই সম্পর্কের বিরোধিতা করায় মায়ের উপরই হামলা চালায় তারা।

রাতে ঘুম ভাঙল মায়ের, বিবাহিত মেয়ের ঘরে উঁকি দিতেই সর্বনাশ! এ কী হল...(representative image)
রাতে ঘুম ভাঙল মায়ের, বিবাহিত মেয়ের ঘরে উঁকি দিতেই সর্বনাশ! এ কী হল...(representative image)
মেওয়াত: এক অবিশ্বাস্য ঘটনায় নিজের মাকেই হত্যা করল এক মেয়ে। প্রেমিকের সঙ্গে মিলে এই নৃশংস কাজ করেছে সে। এই ঘটনা ঘটেছে নুহ জেলার আলাওয়ালপুর গ্রামে।
রুখসানা (৪৫) নামে ওই মহিলার একমাত্র সন্তানের নাম মুস্কান। মুস্কানের বিয়ে হয়ে গেলেও সে জাভেদ নামের  এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। এই সম্পর্কের বিরোধিতা করায় মায়ের উপরই হামলা চালিয়ে হত্যা করে তারা।
advertisement
কী ভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনাটি? পুলিশ জানিয়েছে, মুস্কান তার প্রেমিককে বাড়িতে ডেকে আনে। রাতের আঁধারে তারা একসঙ্গে ছিল। এই সময় মায়ের ঘুম ভেঙে যায়। তিনি বিষয়টি বুঝতে পেরে তাদেরকে তিরস্কার করতে শুরু করেন। কিন্তু মুস্কান এবং জাভেদ রেগে গিয়ে মায়ের উপর হামলা চালায় এবং তাঁকে খুন করে৷
advertisement
গ্রামবাসীদের মতে, মুস্কানের বিয়ে ৫ মাস আগে পলওয়াল জেলার মলাই গ্রামে হয়েছিল। কিন্তু সে তারপরও জাভেদের সঙ্গেই সম্পর্ক রেখেছিল। এই বিষয়টি জানার পর রুখসানা বিরোধিতা করতে থাকায় তারা এই চরম  পদক্ষেপটি নেয়। এবং ঘটনার পর পালিয়ে যায়৷
advertisement
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ডিএসপি নুহ সুরেন্দ্র জানিয়েছেন, মুস্কান ও জাভেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মায়ের প্রতি কন্যার এই নৃশংসতা সকলকেই হতবাক করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Daughter Kills Mother: রাতে ঘুম ভাঙল মায়ের, বিবাহিত মেয়ের ঘরে উঁকি দিতেই সর্বনাশ! এ কী হল...
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement