২৪ বছর পর সন্তানের জন্ম, মা-মেয়েকে রথে চাপিয়ে বাড়ি আনল পরিবার

Last Updated:

Bihar Katihar: মা ও সদ্যোজাতকে সাজিয়ে সুসজ্জিত পালকিতে চাপিয়ে বাড়িতে আনল পরিবার।

কাটিহার: ২৪ বছর অপেক্ষার পর কোল আলো করে এল সন্তান। আনন্দে আত্মহারা হলেন দম্পতি।
মেয়ের জন্ম উদযাপনের প্রথা বহু প্রাচীন। আপনি নিশ্চয়ই অনেক জায়গায় শুনেছেন, মেয়ের জন্মের পর পরিবারে অনেক রকম রীতি রেওয়াজ রয়েছে।। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে এখনও কন্যা সন্তানের জন্মের উদযাপন করে মানুষ।
বিহারের কাটিহারের এক পরিবার এবার মেয়ের জন্মের উদযাপন করল নিজেদের মতো করে। ২৪ বছর পর পরিবারে কন্যা সন্তানের জন্ম হল। তাকে জমকালোভাবে স্বাগত জানানো হল।
advertisement
advertisement
হাসপাতাল থেকে মা ও মেয়েকে রথএ চাপিয়ে বাড়িতে নিয়ে আসে পরিবার। কাটিহারের কোডা ব্লক এলাকার ঘটনা। পুরো ব্যাপারটা কী? আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন- ধর্ষণের অভিযোগে থানায় গিয়ে চরম হেনস্থা, থানায় আটকে 'মারধর ' কিশোরীকে!
মেয়ের জন্মের পর পুত্রবধূকে হয়রানির খবর তো অনের শুনেছেন। তবে এমন খবর হয়তো কমই পাওয়া যায়। ২৪ বছর পর কাটিহারের একটি পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে। তাকে বাড়িতে আনার জন্য একটি সুসজ্জিত রথের ব্যবস্থা করা হয়েছিল। গানের তালে তালে নাচতে নাচতে কন্যাসন্তান ও তার মাকে বাড়িতে আনল পরিবার।
advertisement
সমাজের একটা অংশের রক্ষণশীলতাকে আয়না দেখাচ্ছে এই পরিবার। পরিবারটি উৎসবের মতো কন্য।আ সন্তান জন্মের সময়টাতে আনন্দ উদযাপন করছে।
পরিবারের কর্তা বলেছেন, এই অধিকার কন্যাদের জন্য আগে থেকেই ছিল। কিন্তু বর্তমান পরিবেশে মানুষ সেসব ভুলে যাচ্ছে। ভ্রুণহত্যার মতো জঘন্য অপরাধের ঘটনা ঘটছে। আমাদের সমাজের সেই মানুষদের কাছে প্রশ্ন, পুত্রবধূকে বাড়িতে এনেছেন। তাঁকে কি ভালবাসা ও প্রাপ্য সম্মান দেওয়া যায় না!
advertisement
আরও পড়ুন- Kolkata News: ২০০ কোটি টাকার মাদক উদ্ধার কলকাতা বন্দরে! গুজরাত এটিএসের অভিযানে বড়সড় সাফল্য
কোধা বিধানসভা কেন্দ্র থেকে কাটিহার ব্লক এলাকায় প্রথমবারের মতো গোঁড়া ঐতিহ্য ভাঙতে দেখে অবাক। ওই পরিবারেকে কুর্ণিশ জানাচ্ছেন অনেকেই।
বাংলা খবর/ খবর/দেশ/
২৪ বছর পর সন্তানের জন্ম, মা-মেয়েকে রথে চাপিয়ে বাড়ি আনল পরিবার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement