পাকিস্তানের ‘সংখ্যালঘু’–দের পাশে দাঁড়ান, হরভজন, যুবরাজকে কাতর আবেদন করলেন দানিশ কানেরিয়া
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ক'দিন আগেই করোনা ভাইরাস মোকাবিলায় শাহিদ আফ্রিদির সংস্থার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে যুবরাজ ও হরভজন সিং।
#ইসলামাবাদ: এর একাধিকবার পাক ক্রিকেটার দানিশ কানারিয়া পাকিস্তানের সংখ্যালঘুদের হয়ে আওয়াজ তুলেছেন। বারবার তাঁদের অধিকারের প্রসঙ্গ টেনে এনেছেন। সেই সঙ্গে তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে তাঁকে অন্যায় সহ্য করতে হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এবার করোনা ধাক্কা সামলাতে ভারতের সাহায্য চাইলেন দানিশ।
সম্প্রতি একটি ট্যুইট করে দানিশ কানেরিয়া বলেছেন, আমি যুবরাজ সিং ও হরভজন সিংকে অনুরোধ করব, আপনারা দয়া করে পাকিস্তানের বাসিন্দা সংখ্যালঘুদের অধিকারের কথাটা একটু বলুন। ওঁদের সাহায্যের আবেদন করেও ভিডিও বানান। আপনাদের সাহায্য ওঁদের দরকার।’ এরপর একটি অর্থ সাহায্যের লিংকও শেয়ার করেন দানিশ। সেখানে পাকিস্তানে সংখ্যালঘুদের জন্য অর্থ সাহায্য যাবতীয় তথ্য সেখানে দেওয়া রয়েছে। আর এই সবটাই অবশ্য করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই।
advertisement
I request @YUVSTRONG12 and @harbhajan_singh to make a video for the minorities living in Pakistan as well. They need your help in this moment of #coronacrisis. People can donate here at: https://t.co/yDz3i8gZps
— Danish Kaneria (@DanishKaneria61) April 3, 2020
advertisement
advertisement
অবশ্য হরভজন সিং ও যুবরাজ সিংকে এই বিষয়ে বলার নানা কারণ আছে। ক'দিন আগেই করোনা ভাইরাস মোকাবিলায় শাহিদ আফ্রিদির সংস্থার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে যুবরাজ ও হরভজন সিং। তারপর অবশ্য ফ্যানেদের প্রশ্নের মুখেও পড়তে হয়েচিল এই দুই জাতীয় ক্রিকেটারকে। কিন্তু তার উত্তরও দিয়েছিলেন যুবরাজ। যদিও দানিশ কানেরিয়ার ট্যুইটের জবাব তাঁরা এখনও দেননি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2020 9:05 AM IST