• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • অফিসে পুরুষ সহকর্মীদের হাতে রাখি পরাতেই হবে মহিলাদের, সরকারি নির্দেশিকা ঘিরে বিতর্ক

অফিসে পুরুষ সহকর্মীদের হাতে রাখি পরাতেই হবে মহিলাদের, সরকারি নির্দেশিকা ঘিরে বিতর্ক

অফিসে পুরুষ সহকর্মীদের হাতে রাখি পরাতেই হবে মহিলাদের, সরকারি নির্দেশিকা ঘিরে বিতর্ক

অফিসে পুরুষ সহকর্মীদের হাতে রাখি পরাতেই হবে মহিলাদের, সরকারি নির্দেশিকা ঘিরে বিতর্ক

অফিসে পুরুষ সহকর্মীদের হাতে রাখি পরাতেই হবে মহিলাদের, সরকারি নির্দেশিকা ঘিরে বিতর্ক

 • Share this:

  #দমন: এই আজব নির্দেশিকাতেই শুরু হয়েছে বিতর্ক ৷ অফিসে কোনও সহকর্মীর প্রতি মনে দুর্বলতা থাকলে রাখিতে অফিস যাওয়া বনধ ! না হলে শেষ অবধি সম্পর্কের সুতো অন্যদিকে এগোনোর আগেই রাখির গিঁটেই দম হারাবে ! কিন্তু তাতেও যে শান্তি নেই ৷ সরকারি ফতোয়া মানতে সামিল হতেই হবে রাখি উৎসবে ৷

  শুধু ভাই বা বোনের পবিত্র সম্পর্কের উদযাপন নয়, মৈত্রীর উদ্দেশ্যে ও পারস্পরিক সাম্প্রদায়িক আত্মীয়তা বাড়াতে একদিন রাখি উৎসব পালন শুরু হয়েছিল দেশে ৷ বঙ্গভঙ্গ রুখতে গোটা বাংলা জুড়ে রাখি উৎসব পালন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ৷ সেই উৎসবে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের জন্য এবার সরকারি অফিসে জারি নির্দেশিকা ৷

  কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউয়ের সরকারি অফিস জুড়ে আগামী ৭ অগাস্ট রাখী উৎসবে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের জন্য সম্প্রতি একটি নির্দেশিকা জারি হয় ৷ নির্দেশিকাটি জারি করেন কর্মীবর্গ দপ্তরের ডেপুটি সেক্রেটারি গুরপ্রীত সিং ৷ (No.2/18/92-GA/PART-II/1634) নির্দেশিকা অনুযায়ী, সরকারি অফিসের সমস্ত কর্মচারীদের আগামী সোমবার অফিসে হাজির থাকতে হবে এবং সমস্ত মহিলা কর্মচারীরা, পুরুষ সহকর্মীদের হাতে রাখি পরিয়ে এই উৎসব পালন করবেন ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন সমস্ত কর্মচারীরা ৷ মহিলাদের হাতে রাখি পরার নির্দেশে ক্ষুব্ধ পুরুষ কর্মচারীরা তীব্র প্রতিবাদ জানান ৷ তাদের দাবী, কোনও উৎসব পালনে এভাবে সরকার বাধ্য করতে পারে না ৷

  raki order

  সোশ্যাল মিডিয়ায় এই নির্দেশিকার কথা ছড়িয়ে পড়তেই প্রবল সমালোচনার ঝড় ওঠে ৷ রাজনৈতিক মহলেও সমালোচিত হয় এই নির্দেশিকা ৷ বিতর্কের মুখে পড়ে অবশেষে প্রত্যাহার করা হয় রাখি উৎসব পালনের নির্দেশিকা ৷ কিন্তু তাতেও থামেনি সোশ্যাল মিডিয়ার খোরাক ৷

  First published: