• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ডাইনি অপবাদে দলিত মহিলাকে জোর করে মূত্র খাওয়ানোর অভিযোগ

ডাইনি অপবাদে দলিত মহিলাকে জোর করে মূত্র খাওয়ানোর অভিযোগ

কখনও গুজরাট, কখনও বিহার ৷ কখনও গোমাংস, কখনও বাইক চুরি, এভাবেই নানা তুচ্ছ অজুহাত তুলে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷

কখনও গুজরাট, কখনও বিহার ৷ কখনও গোমাংস, কখনও বাইক চুরি, এভাবেই নানা তুচ্ছ অজুহাত তুলে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷

কখনও গুজরাট, কখনও বিহার ৷ কখনও গোমাংস, কখনও বাইক চুরি, এভাবেই নানা তুচ্ছ অজুহাত তুলে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #দ্বারভাঙা: কখনও গুজরাট, কখনও বিহার ৷ কখনও গোমাংস, কখনও বাইক চুরি, এভাবেই নানা তুচ্ছ অজুহাত তুলে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷ এবার বিহারের দ্বারভাঙায় এক দলিত মহিলাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে অকথ্য অত্যাচারের ঘটনা সামনে এল ৷ অভিযোগ, শুধু মারধর, শারীরিক অত্যাচারই নয় ওই মহিলাকে জোর করে তাদের মূত্র পান করতে বাধ্য করে অত্যাচারী চার ব্যক্তি ৷

  কিছুদিন আগে গোহত্যার মিথ্যে অপবাদে গুজরাটের উনায় চার দলিত যুবকের উপর নৃশংস অত্যাচারের ভিডিও ফুটেজ সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয় ৷ এর প্রতিবাদে বিক্ষোভের ঝড় বয়ে যায় গোটা দেশ জুড়ে ৷ উত্তাল হয় সংসদ ৷ কিন্তু তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে থামেনি দলিতদের উপর অত্যাচার ৷ বিহারের দ্বারভাঙার পিঁপরা গ্রামে এক দলিত মহিলার উপর অকথ্য অত্যাচারের পর তাঁকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয় ৷ থানায় রিপোর্ট দায়ের হলে বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে আসে ৷

  শনিবার SDPO অঞ্জনি কুমার জানান, গত কয়েকদিন ধরে দ্বারভাঙার পিঁপরা গ্রামে একাধিক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে ৷ ঘটনার পিছনে নির্যাতিতা দলিত মহিলার হাত আছে বলে দাবি জানায় গ্রামবাসীরা ৷ এই সন্দেহের বশেই বৃহস্পতিবার গ্রামে সালিশি সভা ডাকা হয় ৷ সেখানে সব গ্রামবাসীরা অভিযোগ জানান যে, ওই দলিত মহিলা একজন ‘ডাইনি’ এবং তাঁর কালো যাদুবিদ্যা ব্যবহারের জন্যই অসুস্থ হয়ে পড়েছে গ্রামের বাচ্চারা ৷

  শাস্তির নিদান হিসেবে সালিশি সভাতেই সকলের সামনে নির্যাতিতা দলিত মহিলাকে বেধড়ক মারধর করেন গ্রামের চার মাতব্বর ৷ চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে সকলের সামনে অকথ্য নির্যাতন চালানো হয় ওই মহিলার উপর ৷ এমনকী সর্বসমক্ষে ওই চার ব্যক্তি নির্যাতিতার মুখে মূত্র ত্যাগ করে, তাঁকে জোর করে তা পান করান বলেও অভিযোগ উঠেছে ৷ ঘটনার পরই গ্রাম থেকে বের করে দেওয়া হয় ওই মহিলাকে ৷

  ওই চার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা ৷ অভিযুক্ত চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ যদিও অভিযু্ক্তরা এখনও অধরা ৷

  First published: