ডাইনি অপবাদে দলিত মহিলাকে জোর করে মূত্র খাওয়ানোর অভিযোগ

Last Updated:

কখনও গুজরাট, কখনও বিহার ৷ কখনও গোমাংস, কখনও বাইক চুরি, এভাবেই নানা তুচ্ছ অজুহাত তুলে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷

#দ্বারভাঙা: কখনও গুজরাট, কখনও বিহার ৷ কখনও গোমাংস, কখনও বাইক চুরি, এভাবেই নানা তুচ্ছ অজুহাত তুলে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷ এবার বিহারের দ্বারভাঙায় এক দলিত মহিলাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে অকথ্য অত্যাচারের ঘটনা সামনে এল ৷ অভিযোগ, শুধু মারধর, শারীরিক অত্যাচারই নয় ওই মহিলাকে জোর করে তাদের মূত্র পান করতে বাধ্য করে অত্যাচারী চার ব্যক্তি ৷
কিছুদিন আগে গোহত্যার মিথ্যে অপবাদে গুজরাটের উনায় চার দলিত যুবকের উপর নৃশংস অত্যাচারের ভিডিও ফুটেজ সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয় ৷ এর প্রতিবাদে বিক্ষোভের ঝড় বয়ে যায় গোটা দেশ জুড়ে ৷ উত্তাল হয় সংসদ ৷ কিন্তু তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে থামেনি দলিতদের উপর অত্যাচার ৷ বিহারের দ্বারভাঙার পিঁপরা গ্রামে এক দলিত মহিলার উপর অকথ্য অত্যাচারের পর তাঁকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয় ৷ থানায় রিপোর্ট দায়ের হলে বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে আসে ৷
advertisement
শনিবার SDPO অঞ্জনি কুমার জানান, গত কয়েকদিন ধরে দ্বারভাঙার পিঁপরা গ্রামে একাধিক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে ৷ ঘটনার পিছনে নির্যাতিতা দলিত মহিলার হাত আছে বলে দাবি জানায় গ্রামবাসীরা ৷ এই সন্দেহের বশেই বৃহস্পতিবার গ্রামে সালিশি সভা ডাকা হয় ৷ সেখানে সব গ্রামবাসীরা অভিযোগ জানান যে, ওই দলিত মহিলা একজন ‘ডাইনি’ এবং তাঁর কালো যাদুবিদ্যা ব্যবহারের জন্যই অসুস্থ হয়ে পড়েছে গ্রামের বাচ্চারা ৷
advertisement
advertisement
শাস্তির নিদান হিসেবে সালিশি সভাতেই সকলের সামনে নির্যাতিতা দলিত মহিলাকে বেধড়ক মারধর করেন গ্রামের চার মাতব্বর ৷ চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে সকলের সামনে অকথ্য নির্যাতন চালানো হয় ওই মহিলার উপর ৷ এমনকী সর্বসমক্ষে ওই চার ব্যক্তি নির্যাতিতার মুখে মূত্র ত্যাগ করে, তাঁকে জোর করে তা পান করান বলেও অভিযোগ উঠেছে ৷ ঘটনার পরই গ্রাম থেকে বের করে দেওয়া হয় ওই মহিলাকে ৷
advertisement
ওই চার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা ৷ অভিযুক্ত চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ যদিও অভিযু্ক্তরা এখনও অধরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ডাইনি অপবাদে দলিত মহিলাকে জোর করে মূত্র খাওয়ানোর অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement