নারকীয় কাণ্ড উত্তরপ্রদেশে! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

Last Updated:

Dalit girl raped in Uttar Pradesh : উত্তরপ্রদেশের পিলভিটে গণধর্ষণ করা হয়  এক দলিত কিশোরীকে ৷ প্রমাণ লোপাট করতে কিশোরীর গায়ে আগুনও লাগিয়ে দেয় দুষ্কৃতীরা ৷

#উত্তরপ্রদেশ :  লখিমপুর ফেরির পর এবার ফের গণধর্ষণ যোগীরাজ্যে ৷    গত ৭ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের পিলভিটে গণধর্ষণ করা হয়  এক দলিত কিশোরীকে ৷ প্রমাণ লোপাট করতে কিশোরীর গায়ে আগুনও লাগিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ আক্রান্ত কিশোরীকে লখনওয়ের  হাসপাতালে ভর্তি করা হয়৷ ঘটনার  ১২ দিন পর গত সোমবার হাসপাতালেই মৃত্যু হয়েছে ওই  কিশোরীর ৷
জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবকের নাম রাজবীর (১৯) এবং অরুণ কুমার (২৫)  ৷  শনিবার ১৫ বছরের কিশোরীর  দেহ  একটি রেল লাইন থেকে  উদ্ধার করা হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
advertisement
advertisement
পুলিস সূত্র মারফত জানা গিয়েছে,  পিলভিটের কানওয়ালপুর গ্রাম থেকে ২ যুবক অপহরণ করে ওই ১৫ বছরের দলিত  কিশোরীকে ৷  কিশোরী বাড়ি ফেরার পথেই তাকে অপহরণ করে দুষ্কৃতীরা এবং বদায়ু অঞ্চলের একটি  রেললাইনের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়  তাকে ৷ এরপর,  প্রমাণ লোপাটের জন্য কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷
advertisement
কিছুদিন আগেও লখিমপুর খেরি অঞ্চল থেকে দুটি দলিত মেয়ের মৃত দেহ উদ্ধার করা হয় ৷  দেহ গুলিকে ময়না তদন্ত করা হলে জানা যায় যে তাদের ধর্ষণের পর  শ্বাসরোধ করে মারা হয়েছে ৷  এই দলিত দুই কিশোরীকেও অপহরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নারকীয় কাণ্ড উত্তরপ্রদেশে! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement