নারকীয় কাণ্ড উত্তরপ্রদেশে! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

Last Updated:

Dalit girl raped in Uttar Pradesh : উত্তরপ্রদেশের পিলভিটে গণধর্ষণ করা হয়  এক দলিত কিশোরীকে ৷ প্রমাণ লোপাট করতে কিশোরীর গায়ে আগুনও লাগিয়ে দেয় দুষ্কৃতীরা ৷

#উত্তরপ্রদেশ :  লখিমপুর ফেরির পর এবার ফের গণধর্ষণ যোগীরাজ্যে ৷    গত ৭ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের পিলভিটে গণধর্ষণ করা হয়  এক দলিত কিশোরীকে ৷ প্রমাণ লোপাট করতে কিশোরীর গায়ে আগুনও লাগিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ আক্রান্ত কিশোরীকে লখনওয়ের  হাসপাতালে ভর্তি করা হয়৷ ঘটনার  ১২ দিন পর গত সোমবার হাসপাতালেই মৃত্যু হয়েছে ওই  কিশোরীর ৷
জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবকের নাম রাজবীর (১৯) এবং অরুণ কুমার (২৫)  ৷  শনিবার ১৫ বছরের কিশোরীর  দেহ  একটি রেল লাইন থেকে  উদ্ধার করা হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
advertisement
advertisement
পুলিস সূত্র মারফত জানা গিয়েছে,  পিলভিটের কানওয়ালপুর গ্রাম থেকে ২ যুবক অপহরণ করে ওই ১৫ বছরের দলিত  কিশোরীকে ৷  কিশোরী বাড়ি ফেরার পথেই তাকে অপহরণ করে দুষ্কৃতীরা এবং বদায়ু অঞ্চলের একটি  রেললাইনের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়  তাকে ৷ এরপর,  প্রমাণ লোপাটের জন্য কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷
advertisement
কিছুদিন আগেও লখিমপুর খেরি অঞ্চল থেকে দুটি দলিত মেয়ের মৃত দেহ উদ্ধার করা হয় ৷  দেহ গুলিকে ময়না তদন্ত করা হলে জানা যায় যে তাদের ধর্ষণের পর  শ্বাসরোধ করে মারা হয়েছে ৷  এই দলিত দুই কিশোরীকেও অপহরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নারকীয় কাণ্ড উত্তরপ্রদেশে! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement