Dalai Lama: আরও কত বছর বাঁচবেন? ৯০তম জন্মদিনের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী দলাই লামার

Last Updated:

সম্প্রতি নিজের উত্তরসূরি নিয়ে দলাই লামার করা মন্তব্যের জেরে ভারত এবং চিনের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে৷

নিজের আয়ু নিয়েই ভবিষ্যদ্বাণী করলেন দলাই লামা৷ ছবি- পিটিআই
নিজের আয়ু নিয়েই ভবিষ্যদ্বাণী করলেন দলাই লামা৷ ছবি- পিটিআই
তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ সেই আলোচনার মধ্যেই নিজের ৯০ তম জন্মদিনের আগে দলাই লামা জানিয়ে দিলেন তিনি আরও অন্তত তিরিশ থেকে চল্লিশ বছর বেঁচে থাকবেন৷
দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ম্যাকলয়েডগঞ্জে প্রধান দলাই লামার মন্দিরে তাঁর দীর্ঘায়ু কামনা করে আয়োজিত একটি প্রার্থনা সভায় এমনই ভবিষ্যদ্বাণী করেছেন তিব্বতি আধ্যাত্মিক গুরু৷ চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাতসোর ৯০তম জন্মদিন উদযাপিত হবে আগামিকাল, রবিবার৷ সেই অনুষ্ঠানের আগেই দলাই লামা জানিচয়েছেন, বোধিসত্ত্ব আভালোকিতেশ্বরার আশীর্বাদ যে তাঁর সঙ্গে আছে, তার স্পষ্ট ইঙ্গিত তিনি পেয়েছেন৷
advertisement
দলাই লামা বলেন ‘আমি যা যা ভবিষ্যদ্বাণী করেছি, তাতে আমার মনে হয়েছে আমার সঙ্গে আভালোকিতেশ্বরার আশীর্বাদ রয়েছে৷ এখনও পর্যন্ত আমার পক্ষে সেরা যেটুকু করা সম্ভব, সেটাই করেছি৷ আমি আরও তিরিশ থেকে চল্লিশ বছর বাঁচব বলে আশা করছি৷ আপনাদের প্রার্থনা ফল দিয়েছে৷’
advertisement
তবে কিছুটা হতাশার সুরেই তিনি বলেছেন, ‘আমাদের দেশকে আমরা হারিয়েছি৷ আমাদের ভারতে এসে আশ্রয় নিতে হয়েছে৷ এখানেই আমি মানুষের যথেষ্ট উপকার করেছি৷ ধর্মশালায় যাঁরা থাকেন, তাঁদের ভাল করার চেষ্টা করেছি৷ যতদিন পারব, মানুষের উপকার করার চেষ্টা করব৷’
advertisement
সম্প্রতি নিজের উত্তরসূরি নিয়ে দলাই লামার করা মন্তব্যের জেরে ভারত এবং চিনের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে৷ চিনের বিদেশমন্ত্রী মাও নিং দাবি করেছেন, বেজিংয়ের অনুমোদন নিয়েই দলাই লামার উত্তরসূরি নির্বাচন হওয়া উচিত৷ তিব্বত সংক্রান্ত বিষয় নিয়ে ভারতকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি৷ তা না হলে দু দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে বলেও নয়াদিল্লিকে সতর্ক করেছেন তিনি৷
advertisement
এর জবাবে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, উত্তরসূরি নির্বাচন নিয়ে দলাই লামা যে সিদ্ধান্ত নেবেন এবং তিব্বতি বৌদ্ধ ধর্মে যা রীতি রয়েছে, সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে৷
দলাই লামা জানিয়েছিলেন, ভারতে তাঁর প্রতিষ্ঠিত গাডেন ফোডরাং ট্রাস্টই তাঁর উত্তরসূরি নির্বাচন করবে৷ এ বিষয়ে বহিরাগত কোনও শক্তি হস্তক্ষেপ করতে পারবে না৷ দলাই লামার এই মন্তব্যের পরই চিনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dalai Lama: আরও কত বছর বাঁচবেন? ৯০তম জন্মদিনের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী দলাই লামার
Next Article
advertisement
'আইন অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে...' শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে বাংলাদেশকে প্রথম সরকারি প্রতিক্রিয়া জানাল ভারত!
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে এই প্রথম প্রতিক্রিয়া! বাংলাদেশকে যা জানাল ভারত
  • ভারত নিশ্চিত করেছে যে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পেয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে.

  • ভারত জানিয়েছে, বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনা হবে.

  • শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে প্রত্যর্পণের অনুরোধ জানায়.

VIEW MORE
advertisement
advertisement