দলাই লামার অরুণাচল সফর নিয়ে চাপান উতোর , বেজিংকে কড়া বার্তা নয়াদিল্লির
Last Updated:
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই চিনের।
#নয়াদিল্লি: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই চিনের। ধর্মগুরু দলাই লামার অরুণাচল সফরে আপত্তি তুলেছিল চিন। তার প্রেক্ষিতেই এদিন কড়া প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, দলাই লামাকে ভারতে সফর করার অনুমতি দেওয়া হবে কি হবে না, সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। চিন এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, দলাই লামাকে ভারতের মানুষ শ্রদ্ধা করেন। আমরা আশা করব, চিন ভবিষ্যতে এমন কোনও মন্তব্য বা পদক্ষেপ করবে না, যাতে ভারতের মানুষ আঘাত পান। আজই অরুণাচল প্রদেশ সফরে যাওয়ার কথা এই তিব্বতী ধর্মগুরুর। কিন্তু, খারাপ আবহাওয়ার জন্য সফর পরিবর্তন করা হয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2017 3:29 PM IST