#নয়াদিল্লি: পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য মোদি সরকারের বড় উপহার ৷ সপ্তম বেতন কমিশনের আরও একটি সুপারিশ মেনে নিয়ে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা আরও ১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার ৷ শুধু DA নয়, একইসঙ্গে DR বাড়িয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেসিক পে-এর উপর ৪ শতাংশ হারে DA এবং DR পেয়ে থাকেন ৷ সপ্তম বেতন কমিশনের মহার্ঘ ভাতা বাড়ানোর সুপারিশে সিলমোহরের পর সেই হার বাড়ল আরও এক শতাংশ ৷
নয়া হারে এই মহার্ঘভাতা কার্যকর করে চলতি বছরের পয়লা জুলাই থেকে ৷ এর ফলে উপকৃত হবেন প্রায় ৪৮ লাখ ৮৫ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৫৫ লাখ ৫১ হাজার অবসরপ্রাপ্ত পেনশনভোগী মানুষ ৷
এর ফলে ডিএ ও ডিআর-এর জন্যে সরকারের যথাক্রমে বার্ষিক ৩০৬৮.২৬ কোটি ও ২০৪৫.৫০ কোটি টাকা অধিক খরচ হবে ৷
জুলাই মাসের শুরুতেই সপ্তম পে কমিশনের সুপারিশ মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া সহ বাকি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে অনুমোদন দেয় কেন্দ্র ৷ এর ফলে ১০৬ শতাংশ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা বেড়ে দাঁড়ায় ১৫৭ শতাংশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central Government DA, Central Government Employee, DA, Dearness Allowance, Dearness Relief