ভারতের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন ‘সাগর’
Last Updated:
#নয়াদিল্লি: কয়েক ঘণ্টার মধ্যে প্রবল বেগে ঝড় আছড়ে পড়ার সতর্কবার্তা জারি হয়েছে ৷ হাওয়া অফিসের তরফ জানানো হয়েছে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, গোয়া ও মহারাষ্ট্রের উপর ‘সাগর’ নামের এক ভয়ঙ্কর সাইক্লোন আছড়ে পড়তে চলেছে ৷
জানা গিয়েছে, এই এডেন উপসাগরের উপর দানা বাঁধছে এই ঘূর্ণিঝড়। ইয়েমেনের এডেন শহর থেকে ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল। আগামী ১২ ঘণ্টায় এই ঝড় আরও ঘনীভূত হবে। সেই ঝড়ের গতি হবে পশ্চিম দিকে। এরপর এগিয়ে যাবে দক্ষিণ-পশ্চিমে। মৎস্যজীবীদের এডেন উপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আরব সাগরেও যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
৭০-৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসবে এই ঝড়। ভারতে আছড়ে পড়বে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। ২৪ ঘণ্টা পর থেকে ঝড়ের গতিবেগ কমতে শুরু করবে। সমুদ্রে উঠবে ব্যাপক ঢেউ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2018 8:33 AM IST