শুরু হল তাণ্ডব, তীব্র হাওয়া-জোয়ার, উপচে পড়ছে মুম্বইয়ের বিচ, দেখুন ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

পূর্ণিমার কোটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের সময় যদি মিলে যায়, তাহলে আর সমস্যার শেষ থাকবে না মুম্বই নগরীর৷

#মুম্বই: ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিসর্গ৷ এবার শুধু আছড়ে পড়ার অপেক্ষা৷ দুপুরের পর থেকেই শুরু হব তাণ্ডব ৷ তবে সকাল থেকেই তার প্রভাব দেখাতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়৷ মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, দুপুর ১ থেকে ৩-র মধ্যে আলিবাগের উপর দিয়ে বয়ে যাবে সাইক্লোন নিসর্গ৷
তার আগেই মুম্বইয়ের সমুদ্রতটে তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে। মুম্বইয়ের ভারসোভা বিচে একের পর এক ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে৷ আবহবিদরা বলছেন পূর্ণিমার কোটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের সময় যদি মিলে যায়, তাহলে আর সমস্যার শেষ থাকবে না মুম্বই নগরীর৷ আপাতত সকাল থেকেই শুরু হয়েছে ঝড়বৃষ্টির দাপট৷ প্রায় ৬ ফুট উঁচু হতে পারে ঢেউ, এমনই জানানো হয়েছে৷ গর্জে উঠছে মুম্বইয়ের সমুদ্র৷ দেখুন সেই ভিডিও৷
advertisement
advertisement
advertisement
ইতিমধ্যেই রত্নগিরিতে শুরু হয়েছে ভয়ঙ্কর ঝড়৷ সঙ্গে ভারী বৃষ্টিও চলছে৷ কিছুদিন আগেই আমফানের দাপটে তছনছ হয়েছে বাংলা ও ওড়িশা৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর৷ তাই রীতিমত আতঙ্কে রয়েছে মুম্বই ও সংলগ্ন এলাকা৷
advertisement
নিসর্গ মোকাবিলায় সবরকম ভাবে তৈরি হয়েছে মহারাষ্ট্র৷ বিপদ এড়াতে মানুষজনকে বাড়িতেই থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হতে পারে৷ ফলে জলের সমস্যাও হতে পারে৷ তাই স্থানীয় মানুষকে আগাম তৈরি থাকতে বলেছেন তিনি৷ তৈরি রয়েছে সেনাবাহিনী৷ প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শুরু হল তাণ্ডব, তীব্র হাওয়া-জোয়ার, উপচে পড়ছে মুম্বইয়ের বিচ, দেখুন ভয়ঙ্কর ভিডিও
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement