শুরু হল তাণ্ডব, তীব্র হাওয়া-জোয়ার, উপচে পড়ছে মুম্বইয়ের বিচ, দেখুন ভয়ঙ্কর ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পূর্ণিমার কোটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের সময় যদি মিলে যায়, তাহলে আর সমস্যার শেষ থাকবে না মুম্বই নগরীর৷
#মুম্বই: ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিসর্গ৷ এবার শুধু আছড়ে পড়ার অপেক্ষা৷ দুপুরের পর থেকেই শুরু হব তাণ্ডব ৷ তবে সকাল থেকেই তার প্রভাব দেখাতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়৷ মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, দুপুর ১ থেকে ৩-র মধ্যে আলিবাগের উপর দিয়ে বয়ে যাবে সাইক্লোন নিসর্গ৷
তার আগেই মুম্বইয়ের সমুদ্রতটে তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে। মুম্বইয়ের ভারসোভা বিচে একের পর এক ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে৷ আবহবিদরা বলছেন পূর্ণিমার কোটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের সময় যদি মিলে যায়, তাহলে আর সমস্যার শেষ থাকবে না মুম্বই নগরীর৷ আপাতত সকাল থেকেই শুরু হয়েছে ঝড়বৃষ্টির দাপট৷ প্রায় ৬ ফুট উঁচু হতে পারে ঢেউ, এমনই জানানো হয়েছে৷ গর্জে উঠছে মুম্বইয়ের সমুদ্র৷ দেখুন সেই ভিডিও৷
advertisement
#WATCH: Strong winds and high tides hit Versova Beach in Mumbai. As per IMD,#NisargaCyclone is likely cross south of Alibag (Raigad) between 1pm to 3pm today. pic.twitter.com/xwKhcu5Xyd
— ANI (@ANI) June 3, 2020
advertisement
#WATCH Cyclone Nisarga has become a severe cyclonic storm, it's 200km away from Mumbai. The cyclone is moving northeasterly towards Alibag in Raigad. The severe cyclonic storm is likely to cross south of Alibag between 1 pm to 3pm:IMD Mumbai,Maharashtra; Visuals from Alibag Beach pic.twitter.com/P2GfsecdNr
— ANI (@ANI) June 3, 2020
advertisement
ইতিমধ্যেই রত্নগিরিতে শুরু হয়েছে ভয়ঙ্কর ঝড়৷ সঙ্গে ভারী বৃষ্টিও চলছে৷ কিছুদিন আগেই আমফানের দাপটে তছনছ হয়েছে বাংলা ও ওড়িশা৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর৷ তাই রীতিমত আতঙ্কে রয়েছে মুম্বই ও সংলগ্ন এলাকা৷
#WATCH Maharashtra: Strong winds and rain hit Ratnagiri area. #CycloneNisarga
As per, Ratnagiri recorded 59 kmph at 09:30 IST. Gale wind reaching 60-70 kmph gusting to 80 kmph prevails along&off South Konkan coast&50-60 kmph gusting to 70 kmph along&off North Konkan coast. pic.twitter.com/s3LMJQZIoR — ANI (@ANI) June 3, 2020
advertisement
নিসর্গ মোকাবিলায় সবরকম ভাবে তৈরি হয়েছে মহারাষ্ট্র৷ বিপদ এড়াতে মানুষজনকে বাড়িতেই থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হতে পারে৷ ফলে জলের সমস্যাও হতে পারে৷ তাই স্থানীয় মানুষকে আগাম তৈরি থাকতে বলেছেন তিনি৷ তৈরি রয়েছে সেনাবাহিনী৷ প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2020 11:20 AM IST