Nagpur Curfew Update: বাড়ি গাড়িতে আগুন, অশান্ত নাগপুরে জারি হল কারফিউ! ঔরঙ্গজেব বিতর্ক সামাল দিতে কঠোর ফড়ণবীশ সরকার

Last Updated:

গতকাল বিকেলে নাগপুর শহরের মহল এলাকায় মিছিল এবং জমায়েত করে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা৷ এর পরই অশান্তির সূত্রপাত৷

অশান্ত নাগপুর৷
অশান্ত নাগপুর৷
নাগপুর: ঔরঙ্গজেবের সমাধিস্থল সরানোর দাবিকে কেন্দ্র করে সোমবার রাতে অশান্তি এবং অগ্নিসংযোগের ঘটনার পর নাগপুর শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করল প্রশাসন৷
নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিংহল জানিয়েছেন, সোমবার রাত থেকেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস-এর ১৬৩ ধারা লাগু করা হয়েছে৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানিয়েছেন নাগপুরের পুলিশ কমিশনার৷
advertisement
নাগপুর শহরের খুলাদাবাদ এলাকা থেকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধিস্থল সরাতে হবে, এই দাবি তুলে গতকাল বিকেলে নাগপুর শহরের মহল এলাকায় মিছিল এবং জমায়েত করে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা৷ এর পরই অশান্তির সূত্রপাত৷ রাতেই মহল এলাকায় একদল উন্মত্ত জনতা পাল্টা গাড়ি, বাড়িতে আগুন ধরাতে শুরু করে৷ বেশ কিছু বাড়ি এবং গাড়ি পুড়ে যায়৷ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ, দমকলকর্মীদের লক্ষ্য করে শুরু হয় পাথর বৃষ্টি৷ পাল্টা পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়৷ পুলিশ জনতা সংঘর্ষেও দু পক্ষের বেশ কয়েকজন আহত হন৷ অশান্তি ছড়ানোর অভিযোগে রাতেই অন্তত ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
পুলিশ জানিয়েছে, নাগপুরের কোতয়ালি, গণেশপেট, লকড়গঞ্জ, তেহশিল, পাচপাভলি, শান্তিনগর, সক্করদারা, নন্দনবন, ইমামওয়াড়া, যশোদানগর, কপিলনগর থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে৷ এই নির্দেশিকার ফলে কোনও মেডিক্যাল ইমার্জেন্সি ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না৷ পাঁচ জনের বেশি জমায়েতও করতে পারবেন না৷ কোনও গুজব ছড়ানো যাবে না৷
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ গতকালই শান্তিরক্ষার আর্জি জানিয়ে দাবি করেছিলেন, গুজব থেকেই এই অশান্তি ছড়িয়েছে৷ এ দিন একই দাবি করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nagpur Curfew Update: বাড়ি গাড়িতে আগুন, অশান্ত নাগপুরে জারি হল কারফিউ! ঔরঙ্গজেব বিতর্ক সামাল দিতে কঠোর ফড়ণবীশ সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement