Nagpur Curfew Update: বাড়ি গাড়িতে আগুন, অশান্ত নাগপুরে জারি হল কারফিউ! ঔরঙ্গজেব বিতর্ক সামাল দিতে কঠোর ফড়ণবীশ সরকার

Last Updated:

গতকাল বিকেলে নাগপুর শহরের মহল এলাকায় মিছিল এবং জমায়েত করে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা৷ এর পরই অশান্তির সূত্রপাত৷

অশান্ত নাগপুর৷
অশান্ত নাগপুর৷
নাগপুর: ঔরঙ্গজেবের সমাধিস্থল সরানোর দাবিকে কেন্দ্র করে সোমবার রাতে অশান্তি এবং অগ্নিসংযোগের ঘটনার পর নাগপুর শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করল প্রশাসন৷
নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিংহল জানিয়েছেন, সোমবার রাত থেকেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস-এর ১৬৩ ধারা লাগু করা হয়েছে৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানিয়েছেন নাগপুরের পুলিশ কমিশনার৷
advertisement
নাগপুর শহরের খুলাদাবাদ এলাকা থেকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধিস্থল সরাতে হবে, এই দাবি তুলে গতকাল বিকেলে নাগপুর শহরের মহল এলাকায় মিছিল এবং জমায়েত করে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা৷ এর পরই অশান্তির সূত্রপাত৷ রাতেই মহল এলাকায় একদল উন্মত্ত জনতা পাল্টা গাড়ি, বাড়িতে আগুন ধরাতে শুরু করে৷ বেশ কিছু বাড়ি এবং গাড়ি পুড়ে যায়৷ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ, দমকলকর্মীদের লক্ষ্য করে শুরু হয় পাথর বৃষ্টি৷ পাল্টা পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়৷ পুলিশ জনতা সংঘর্ষেও দু পক্ষের বেশ কয়েকজন আহত হন৷ অশান্তি ছড়ানোর অভিযোগে রাতেই অন্তত ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
পুলিশ জানিয়েছে, নাগপুরের কোতয়ালি, গণেশপেট, লকড়গঞ্জ, তেহশিল, পাচপাভলি, শান্তিনগর, সক্করদারা, নন্দনবন, ইমামওয়াড়া, যশোদানগর, কপিলনগর থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে৷ এই নির্দেশিকার ফলে কোনও মেডিক্যাল ইমার্জেন্সি ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না৷ পাঁচ জনের বেশি জমায়েতও করতে পারবেন না৷ কোনও গুজব ছড়ানো যাবে না৷
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ গতকালই শান্তিরক্ষার আর্জি জানিয়ে দাবি করেছিলেন, গুজব থেকেই এই অশান্তি ছড়িয়েছে৷ এ দিন একই দাবি করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nagpur Curfew Update: বাড়ি গাড়িতে আগুন, অশান্ত নাগপুরে জারি হল কারফিউ! ঔরঙ্গজেব বিতর্ক সামাল দিতে কঠোর ফড়ণবীশ সরকার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement