Live in Partner Murder: প্রেমিকা পুলিশ অফিসারকে গুলি করে খুনের পর থানায় আত্মসমর্পণ লিভ ইন পার্টনার CRPF জওয়ানের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Live in Partner Murder:অভিযুক্ত দিলীপ ডাংচিয়া, শনিবার সকালে আঞ্জার থানায়, যেখানে মৃতা কর্মরত ছিলেন, সেখানে গিয়ে অপরাধ স্বীকার করে।
কচ্ছ : শুক্রবার রাতে গুজরাতের কচ্ছ জেলায় এক মহিলা পুলিশ অফিসারকে তাঁর লিভ-ইন পার্টনার, একজন সিআরপিএফ কনস্টেবল খুন করেছে বলে অভিযোগ। অভিযুক্ত দিলীপ ডাংচিয়া, শনিবার সকালে আঞ্জার থানায়, যেখানে মৃতা কর্মরত ছিলেন, সেখানে গিয়ে অপরাধ স্বীকার করে।
অরুণাবেন নাটুভাই যাদব নামে ওই মহিলা কচ্ছের আঞ্জার পুলিশ স্টেশনে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে, ২৫ বছর বয়সি অরুণাবেন এবং তাঁর সঙ্গীর মধ্যে আঞ্জারে তাঁদের বাড়িতে ঝগড়া হয়। এই সময় অরুণাবেন দিলীপের মা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ।
আরও পড়ুন : ‘বিদ্যুতের শক দাও…টেপ দিয়ে বাঁধো শরীর…ধীরে শ্বাস নিচ্ছে…’, প্রেমিক দেওরের সঙ্গে চ্যাট করে রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খুন স্ত্রীর
“বাদানুবাদ ক্রমশ এতটাই বেড়ে উত্তপ্ত হয়ে যায় যে, দিলীপ রাগে অরুণাবেনকে শ্বাসরোধ করে হত্যা করেন,” আঞ্জার বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিআইএসপি) মুকেশ চৌধুরী জানিয়েছেন সংবাদমাধ্যমকে। অভিযুক্ত দিলীপ কর্মরত মণিপুরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে। তাঁর সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন অরুণাবেন। পুলিশ জানিয়েছে, তাঁরা দু’জনেই বিয়ের পরিকল্পনা করছিলেন।
advertisement
advertisement
তাঁদের প্রথম আলাপ হয় ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে। প্রেম গাঢ় হওয়ার পর বেশ কয়েক বছর লিভ ইন করেছিলেন, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। বর্তমানে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 11:41 PM IST